জানেনা এই দেশটা (প্যারডি)
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২০ জানুয়ারি, ২০১৩, ১২:২৪:২৮ দুপুর
কেউ গুম করে
কেউ গুমে পড়ে
ইলিয়াস এর হয়েছে কোনটা
জানেনা এই দেশটা
কেউ ভুল করে
কেউ খুন করে
বিশ্বজিৎ এর হয়েছে কোনটা
জানেনা এই দেশটা
আগেতো হতনা এমন
কথায় কথায় গুম আর খুন
রাজনীতি কেন বারে বারে
গুমরে মরে অন্ধকারে
কেউ বিক্রি করে
কেউ ছুড়ে মারে
বিবেক বুদ্ধি আর নীতিবোধটা
উত্তোরণের নেই কোন চেষ্টা
জানেনা এই দেশটা
স্বপ্ন দেখাও কি যে তুমি
দেশটা হবে স্বর্গভূমি
সবই আশা সবই মিছে
লুটেপুটে খাও তুমি নিজে
কেউ গুম করে
কেউ গুমে পড়ে
ইলিয়াস এর হয়েছে কোনটা
জানেনা এই দেশটা
বিষয়: বিবিধ
১২৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন