রাব্বি কুরআনে হাফেজ ............!
লিখেছেন লিখেছেন কালারস ২০ জানুয়ারি, ২০১৩, ১২:৪৮:৪০ দুপুর
প্রতি দিনই গরু চড়াতে দাদি যান মাঠে আর রেললাইনের পাশে শুকনো পাতা কুড়াতে সাথে যায় নাতি রাব্বি। দাদির সাথে বরাবরই রাব্বি বাড়ি ফিরত পাতার বোঝা নিয়ে। গতকাল দুপুরেও রাব্বি পাতা কুড়াতে যায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রেললাইনের পাশে। দুপুরে যখন পাতার বোঝা বড় হয়ে ওঠে এমন সময় শুরু হয় গোলাগুলি। শব্দ শুনে আঁতকে ওঠে রাব্বি। মাঠে গরু চড়াতে গেছে দাদি আর সেখানেই গোলাগুলি হচ্ছে। মারা যাবে এমন মনে করে দাদিকে বাঁচাতে ছুটে যায় রাব্বি। দাদির কাছাকাছি যেতেই ছাত্রলীগের দুই পক্ষের গোলাগুলির মাঝখানে পড়ে রাব্বি। ‘দাদিগো দাদি তাড়াতাড়ি আয় গোলাগুলি অইতাছে, চল বাড়ি যাই গ্যা’Ñ এমনিভাবে দাদিকে বাঁচাতে ডাকতে ডাকতে রাব্বি তার দাদির কাছে ছুটে যায়। মাত্র কয়েক হাত দূরে থাকতেই একটি গুলি রাব্বির মাথা ভেদ করে। মাটিতে লুটিয়ে পড়ে রাব্বি। দাদি কিছুই বলতে পারেননি। শুধু মাথা থেকে রক্ত ঝরতে দেখে চিৎকার শুরু করেন তিনি। আশপাশের লোকজন রাব্বিকে বাঁচাতে সেখান থেকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। প্রায় দুই ঘণ্টা চিকিৎসাধীন অবস্থায় রাব্বি মারা যায়। বিকেল পৌনে ৪টার দিকে রাব্বি চলে যান না ফেরার দেশে। হাসপাতালে মা মিনারা বেগম আর দাদি মানিকজান (৭০) কান্নায় ভেঙে পড়েন এসব কথা বলতে বলতে। বারবার দু’জনই মূর্ছা যান হাসপাতালে। মা মিনারা বেগম বলেন, রাব্বি বয়ড়া হাফিজিয়া মাদরাসার কুরআনের ছাত্র। শাশুড়ি গেছেন গরু চড়াতে। রাব্বি তার দাদিকে ডেকে নিয়ে আসার সময় রেললাইনের পাশে গুলিবিদ্ধ হয়। খবর পেয়ে তারা ছুটে আসেন হাসপাতালে। বয়ড়া বেপারীপাড়ার বাসিন্দা বাবা টেম্পোচালক দুলাল কান্নাজড়িত কণ্ঠে জানান, তার বড় ইচ্ছে ছিল রাব্বি কুরআনে হাফেজ হবে। কয়েক পারা কুরআন সে পড়েছে। অফিসের সবাই নীরব..............চোখের দিকে তাকিয়ে দেখলাম............আর পারছিনা........নামায পড়ে দোয়া করুন সবাই...
বিষয়: বিবিধ
১১৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন