নৈতিকতাকে আবেগের বানে ভাসিয়ে দিতে চাই না।

লিখেছেন লিখেছেন নতুন মস ২০ জানুয়ারি, ২০১৩, ০১:০৪:৪৪ দুপুর

জীবন সাদা ডায়েরীর পরিচ্ছন্ন পাতা,

ঞ্জান তাকে বিকশিত করে।

মূর্খতা জীবনকে ধ্বংস করে।

ব্যক্তির ব্যক্তিত্ব লুকায়িত থাকে।

সত্য সবসময় কঠিন বাস্তব কান্না হাসির জন্ম দেয়।

মানুষকে অবশ্যই বিবেকের খাঁচায় বন্দী রাখা দরকার।

সত্‍ ও আদর্শ নৈতিকতা মানুষের সন্মানের একমাত্র পাথেয়।

মানুষ ক্ষুদ্র সুখের অনুভূতি অর্জনের জন্য বিশাল কিছু ছাড় দেয়।

আমাদের পাপ কর্ম গুলো ব্যকটেরিয়ার মত দ্রুত দুঃর্গন্ধ ছড়ায় আর নৈতিকতার পঁচনের পর কবরে সমাহিত হয়।

ভাল মন্দ বোঝার সঠিক ঞ্জান খুব কম মানুষের থাকে।

পৃথিবীতে একটা ভয়ংকর কূপ যার মধ্যে মানুষ আসক্ত।

স্বাধীনতা আজ জেলখানা বন্দী।

বিষয়: বিবিধ

১০৫১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File