পিছুটান অন্ধ বিরহ......
লিখেছেন লিখেছেন নতুন মস ১০ এপ্রিল, ২০১৫, ১২:১৩:৪০ দুপুর
হৃদয়ের গহীনে লুকিয়ে থাকা
মিথ্যা আবেগ
তুমি ভালবাসা....
তিক্ত সিগারেটের ধোঁয়ায়
বাতাসে মিশে যাওয়া
বিষাক্ততা
তুমি ভালবাসা...
সবুজ হারিয়ে
ধূসর প্রান্তে মিলিয়ে যাওয়া
পাখির গুঞ্জন
তুমি ভালবাসা.....
সোনালী রোদের শিশির বিন্দু
ফোঁটায় লুকিয়ে থাকাসন্দেহের নোংরা অনুভূতি
তুমি ভালবাসা.....
লোক দেখানো প্রভু প্রেমের মগ্নতা
তুমি ভালবাসা.....
পার্থিব সুখ অর্জনে মরিয়া হয়ে
পাগল পাড়া
তুমি ভালবাসা.....
নারী পুরুষের অবৈধ প্রেমে
আচ্ছন্ন ঘোরতম আধার
তুমি ভালবাসা....
ভোরের কাব্যে লালসা
তুমি ভালবাসা....
শত বাধা ডিঙিয়ে
অর্জিত সফলতা
তুমি ভালবাসা।
(নতুন মস)
November 3, 2013 at 6:18am
বিষয়: সাহিত্য
১৮১৩ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন