"অপ্রস্ফুটিত অনূভুতি "
লিখেছেন লিখেছেন নতুন মস ০৪ জুলাই, ২০১৫, ০৪:০৮:২৩ রাত
নিস্তব্ধতা কেটে
রাতের আধারকে ঘেঁষে বসে পড়া
চুপ,
জোনাকিরা ঘুম ঘুম ঘোরে মৃদু আলো জ্বালিয়ে বলে,
"ঘুমোও ত ভাই "
এখনও প্রভাত ফোটেনি তোমার।
কামিনী গাছের মগডালে পাখিটাও আড়মোড়া দিয়ে
ওঠে ...
ঝিম ধরে শব্দ খুঁজে মরে,
ঝিঁঝিপোকার ঠিক তখনই বোবা ধরে
নিস্তব্ধতা আঁকে,
বিরক্তি ঢাকতে
আকাশের চাঁদ তারারাও
মেঘের কোলে লুকিয়ে পড়ে।
ক্লান্ত পথিকের পা
অবসাদে লুটে পরে
ঠিক এই খানেই,
শক্ত লাঠিতে ঘুণ ধরেছে কবে
কে যানে...
নিজের সাথে নিজের যুদ্ধে
আর কতকাল ...
সুখকর অনুভূতি ভুলেছে
সেই কোন ডায়েরির শেষ
ছাতা পরা পাতায়,
আজ
মায়াময় পৃথিবীর প্রতি
মৃদু ভালবাসা নেই ...
রাতের সাথে নদীর সন্ধি
পথিক যেন বসে রয়
মাঝ দরিয়াতে...
হঠাৎ খেয়াল জাগে,
প্রাণহীন মরা দেহে
তীব্র টান ...
অবাক জেগে ওঠে মন
এখনই নামবে জোয়ার
আর সে যাচ্ছে ত যাচ্ছে
হারিয়ে যাচ্ছে ....
পানির অতল থেকে অতলে
না ফেরার দেশে
অজান্তেই অট্টহাসিতে
ডুকরে ওঠে।
হুতুমপেঁচাটা ডেকেই চলেছে
বড়ই বিমর্ষ ....
নিঃশব্দকে চুরমার করে করে
পথিকের পথ কমে আসে....
অজস্র আলোক ঝলকানিতে
চক্কর দিয়ে উঠে
কাঁপিয়ে ওঠা এই পৃথিবী...
মাঝে মাঝে সেই ভেবে বসে
এ রাত ফুরবেনা আর
শেষের পাতা ফাঁকা রয়ে যাবে,
লেখকের জীবনীর
শেষ পাতা
কখনই হয় না লেখা।
অসমাপ্ত গল্পটি মাঝ পথে
থমকে দাড়ায়।
4.07.15
রাত :সেহরি
বিষয়: সাহিত্য
১৯০৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শ্রদ্ধেয়
এই পোষ্টটি অনেক ভালো লেগেছে । অনেক ধন্যবাদ । আশা করি এই রকম পোস্ট আপনার কাছ থেকে আরো পাবো । জনপ্রিয় নিউজ সাইট http://www.onn24.com এ আমি চিফ রিপোর্টার হিসেবে দায়িত্বরত । আমাকে আপনার লিখাগুলো পাঠাবেন । আমি তা প্রকাশনার ব্যাবস্থা করবো। আমার ইমেইল
মন্তব্য করতে লগইন করুন