'রক্ত বৃষ্টিতে উর্বর পৃথিবী'
লিখেছেন লিখেছেন নতুন মস ০৯ জুলাই, ২০১৪, ১১:১০:৪৫ রাত
দেখ..
ভোরের সূর্য আকাশের জল-কণিকা ভেদ করে উঁকি দিচ্ছে,
লালসে আভা ছড়িয়ে
কি নিষ্পাপ ভোর উঠছে?
সৃষ্টির সেরা জীব
আমরা
কিন্তু রক্ত নিয়ে খেলতে বড্ড ভালবাসি ।
নিষ্পাপ হয়ে রাখি পৃথিবীর বুকে আমাদেরকে রক্তের উপর মাংসটাকে
সুন্দর!
ঐ যে
সেদিন একটা শিশু শহীদের হবার পূর্বে
'আমি আল্লাহকে সব বলে দিব.'
মন বলছে,
ও বলে দিয়েছে
চেয়ে দেখ
ঐ ত ওখানে
রক্তমাখা কাপড় নিয়ে
ঘুমিয়ে পড়েছে..
কত্তগুলো নিষ্পাপ প্রাণ
ঐ রক্তে ভেজা শিশুটি জানত কি?
শহীদের খাতায় তারও নাম লেখা ছিল..
শোন..
সন্ধ্যা নেমে আসবে
যখন
ধীরে ধীরে আবিরের লাল ছড়িয়ে
রক্তের লাল আভায় পরিণত হবে
তখন অন্ধকার ঘনিয়ে আসবে..
তোমরা দেখবে,
মুসলমানের রক্তে ভেসে যাচ্ছে জমিন
উর্বর হচ্ছে
নতুন পৃথিবী
এক অপূর্ব রূপ
দেখ আর দেখ
ভাব,
হৃদয় কি রক্ত দেখে
বিন্দুমাত্র কেঁপে ওঠে
নাকি
আমার মত
মরে গিয়েছে পাপিষ্ঠ হৃদয়টা
তবুও
এক দিন ভোর ত হবেই
নিশ্চিত..
সীমা ঢালা প্রচীরের মত
যেদিন মুসলমানরা
এক হয়ে লড়বে
ইহুদী কাফিরদের বিরূদ্ধে
রুখে দাড়াবে
সবাই
দেখ সেদিন মুসলমানদের পাশে থাকবে
যেদিন উর্বব পৃথিবীর
বুকে নতুন ভোরের আলোর জন্য রক্ত বৃষ্টি হবে।#নতুনমস
বিষয়: বিবিধ
১৩০২ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন