অদ্ভুত ইচ্ছে ...
লিখেছেন লিখেছেন নতুন মস ৩০ এপ্রিল, ২০১৫, ০৯:৪৮:০৯ রাত
ইচ্ছেমতো ইচ্ছে করে
যা ইচ্ছে লিখতে
গোধূলির আলোয়
পুকুরঘাটে চুপটি করে বসতে ..
নীল জোসনায় তারার সাথে
মিছেমিছি
আপন মনে বকতে....
রং বেরঙের
শান্ত পানিতে,
অজস্র ক্লান্ত ঢেউ...
তারি পাড় ঘেঁষে
ভীর করেছে
অগণিত গাছপাতারা।
ডালে ডালে
সেখানে
মুক্ত বাতাসে উড়ন্ত
নিভুনিভু আলোর
জোনাকপোকার গল্প...
ঝুলন্ত পৃথিবীতে
উচু তাল গাছটায়
শৈল্পিক বাবুই এর ঘর
নিরিবিলি মনে আঁকে ছবি শত
সবই একক শিল্পীর কারুকাজ ....
গভীর রাতে তে
খুপরিতে ঐ চড়ুই ডাকে রোজ
বৃষ্টির ঝাপটায়
ভিজে যায়
হুট করে,
ঐ ছোট্ট মনের কোণ...
ইচ্ছে করে
ইচ্ছেমতো
লেখা হয়ে যায় রোজ
ডায়েরির পাতায়
গাছের অদৃশ্য ছায়ায় ...
অন্ধকারের
কাগজ কলমে
এই ঘুমটিই চাই।
বিষয়: সাহিত্য
১৫১৯ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন