ভারত থেকে যুদ্ধ জাহাজ ক্রয় ও ইন্টারনেট ব্যান্ডউইধ রপ্তানী প্রসঙ্গে!

লিখেছেন লিখেছেন বাংলাদেশ_জিন্দাবাদ ৩০ এপ্রিল, ২০১৫, ০৮:০৮:০৯ রাত





স্বাধীন বাংলাদেশের যেন নিজস্ব সামরিক বাহিনী না থাকে সে কারণেই ধূরন্ধর ইন্দিরা গান্ধী চাপ প্রয়োগ করে তাজউদ্দিনকে ৭ দফা চুক্তির জন্য বাধ্য করে;

"অলি আহাদ রচিত “জাতীয় রাজনীতি ১৯৪৫ থেকে ৭৫”, বাংলাদেশ কোঅপারেটিভ বুক সোসাইটি লি: প্রকাশিত, চতুর্থ সংস্করণ ফেব্রুয়ারী ২০০৪, পৃষ্ঠা-৪৩৩,৪৩৪)"।

বছর দুয়েক আগে যখন সরকার বাংলাদেশ নৌবাহিনীর জন্য সাবমেরিন কেনার উদ্যোগ নেয় তখন ভারতীয় নৌবাহিনীর জৈনক কর্মকর্তা বলেন;

টাইমস অব ইন্ডিয়ায় ভারতীয় নৌবাহিনী কর্মকর্তার প্রশ্ন

বাংলাদেশের সাবমেরিন কেনার দরকারটা কী?


http://timesofindia.indiatimes.com/india/Indian-Navy-concerned-over-Bangladeshs-decision-to-buy-two-submarines-from-China/articleshow/26750741.cms

এই মাসের এক খবরে শুনলাম বাংলাদেশের সরকার নাকি ভারত হতে যুদ্ধ জাহাজ কিনতে আগ্রহী;

http://www.amadershomoys.com/newsite/2015/04/15/261708.htm

যারা মনে প্রাণে চায় না যে আমাদের সামরিক বাহিনী থাকুক এখন তাদের কাছে কি ঠেকা এই যুদ্ধ জাহাজ কেনার? উপরন্ত এই হাল্কা জাহাজ এখন আমরা নিজেরাই খুলনা শিপইয়ার্ডে তৈরি করেছি। আমাদের পরিক্ষীত বন্ধু চীন আমাদের শুধু কারিগরী নয় প্রয়োজনীয় অর্থ সহতায়ও দিচ্ছে। তারপরেও দেশ ও জনগণের স্বার্থের বিরুদ্ধে কাকে খুশী করতে ভারত হতে এই যুদ্ধ জাহাজ কেনার উদ্যোগ?

২০০৯ সালে বাংলাদেশে থাকতে লিখে ছিলাম ২০১০ সাল নাগাৎ সবাই গড়ে ইন্টারনেটের ব্যান্ডইউধ পাবে 64 KBps;



http://www.somewhereinblog.net/blog/Bangladesh_Zindabad/28988445

ঠিক দেড় বছর পর ২০১১তে একজন ব্লগার বলল এই কথা;



এখনও ইন্টারনেট সার্ভিস চার্জ স্পীডের তুলনায় তেমন সুলভ হয় নাই। এই যখন অবস্থা তখন হাসিনার সরকার সিদ্ধান্ত নিছে ভারতে বছরে ১০ গিগা ব্যান্ডউইধ রপ্তানী করার;

http://www.prothom-alo.com/bangladesh/article/507874

২০০২ সালে উদ্যোগের পর বিগত জোট সরকার বাংলাদেশকে প্রথম সাবমেরিন ক্যাবলের সাথে সংযূক্ত করায় ২০০৫ সালে। বর্তমান সরকার ৬(২০০৯) বছর হল এখন পর্যন্ত দ্বিতীয় সাবমেরিন ক্যাবল আনার কোন কার্যকর উদ্যোগই নেয় নাই। খালি মুখে বড় বড় বুলি। এখন বিদ্যমান ক্যবালে দেশের মানুষের ইন্টারনেটের চাহিদা না মিটিয়েই ভারতের সেবার জন্য অস্থির ও সরকারী অনুমোদন।

এখন কবে দ্বিতীয় সাবমেরিন ক্যাবল আসবে তার কোন নিশ্চয়তা নাই। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে জনসাধারণ যেন ইন্টারনেটে নিয়মিত ভাবে যুক্ত না হতে পারে তাই ইচ্ছে করেই আভ্যন্তরীন চাহিদা মেটানো হচ্ছে না।

বিষয়: রাজনীতি

১৩৮৪ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

317658
৩০ এপ্রিল ২০১৫ রাত ০৮:৩১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সব কিছু ভারতিয় (নায়িকা পর্যন্ত!!)
তাই আমদানিতে সমস্যা কি??
কিন্তু রপ্তানি টা কেন হচ্ছে!!!
০৩ মে ২০১৫ রাত ১১:৫৮
259210
বাংলাদেশ_জিন্দাবাদ লিখেছেন : তারাতো আমাদের সামরিক বাহিনীই চায় নাই।
317670
৩০ এপ্রিল ২০১৫ রাত ০৯:১৭
হতভাগা লিখেছেন : শিয়ালের কাছ থেকে মুরগী রক্ষার কৌশল শেখা

এটা বাংলাদেশের নিয়তিই । কারণ বাংলাদেশকে তো আর ভারতের পূর্বপাশ থেকে সরানো যাবে না !

প্রতিটা প্রতিবেশী দেশের সাথেই ভারতের সম্পর্ক ভাল না । বাদ বাকিরা নিজেদের আত্মসন্মান নিয়ে ভাবে বলেই ভারত তাদেরকে ঘাটাতে পারে না যেটা বাংলাদেশের ব্যাপারে খুব সহজেই পারে।
০৩ মে ২০১৫ রাত ১১:৫৮
259211
বাংলাদেশ_জিন্দাবাদ লিখেছেন : ধন্যবাদ ভাই।
317742
০২ মে ২০১৫ দুপুর ০২:৪৫
খান জুলহাস লিখেছেন : ধন্যবাদ
০৩ মে ২০১৫ রাত ১১:৫৯
259212
বাংলাদেশ_জিন্দাবাদ লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File