গড়বো, সুন্দর আলোর পৃথিবী....

লিখেছেন লিখেছেন নতুন মস ০৯ আগস্ট, ২০১৫, ০৮:৩৮:৪৩ সকাল

এলোমেলো একগুচ্ছ

আলোকে ছড়িয়ে দিলাম আকাশে ...

বিন্দু বিন্দু জল হয়ে নেমে আসল

সবুজ পাতাগুলোর

উপর গিয়ে বসল যখন

কি সেই আনন্দ

কে দেখে...

একদিন,

হঠাৎ মেঘকে ফাঁকি দিয়ে

একটুখানি সূর্যটা এল আনন্দ দেখতে

আর জ্বল জ্বল করছিল

হীরের টুকরো শিশিরকণারা

কালো মেঘ গম্ভীর হবার আগেই

আলোক রশ্মি রং ছড়িয়ে দেয়

মেঘের বাড়িতে

নেমে আসে

সাত রঙের রংধনু,

তখন ছড়িয়ে পরে কন্ঠস্বর

দূর থেকে দূরে

শিশুরা সুর তোলে

ঐ আকাশের বুকে রংয়ের মেলা বসেছে

চল...

চল আমরা সবাই যাই,

রং নিয়ে আসি একটু একটু করে

ঐ রং দিয়ে নিজেকে গড়ে তুলব

খুব সুন্দর চারিত্রিক গুণে

অতঃপর,

আল্লাহর রঙে রঙিন

এক সুন্দর পৃথিবী গড়ে তুলব।

(5.08.15

11.04)

বিষয়: সাহিত্য

১৭৩৩ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

334651
০৯ আগস্ট ২০১৫ সকাল ১০:৪৫
নাবিক লিখেছেন : খুব ভালো লাগলো, চমতকার কবিতাটির জন্য আপনাকে ফুলেল শুভেচ্ছা।
334837
১০ আগস্ট ২০১৫ রাত ০৩:০২
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ।
334886
১০ আগস্ট ২০১৫ সকাল ১০:২৯
ঝিঙেফুল লিখেছেন : ধন্যবাদ Rose ভালো লাগলো Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File