দক্ষিণ তাল পট্টি আর সাকিব একই সূত্রে গাঁথা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৯ জুলাই, ২০১৪, ১১:২০:৫৩ রাত
মাগো আমার ভেসে উঠা দক্ষিণ তালপট্টি কই? সাকিব আল হাসান আর দক্ষিণ তালপট্টির মাঝে কি কোন মিল খুজেঁ পান? আমি কিন্তু পাই, আমি এখানে দেখতে পাই আমরা একটা জালে আবদ্ধ হয়ে গেছি, জালটা যতই গুটাবে আমরা ততই হতবাক হব! আর কেউ কেউ করবে উল্লাস।
ব্যাখ্যাা করা যাক..
তালপট্টির কোনো অস্তিত্ব ছিল না: দীপু মনি
তালপট্টি নিয়ে মাথা ঘামানোর কিছু নেই: কৃষিমন্ত্রী
এইতো সেদিন রনি একটা বয়ান লিখলেন মতিয়াকে নিয়ে, দেশ আর কৃষি নিয়ে মতিয়ার এক অনবদ্য কির্তিগাঁথা, যা মতিয়াকে বাংলার শ্রেষ্ট দেশপ্রেমিক উপাধি দিলেও কম দেয়া হবে বলা চলে, দীপু মনির কথা বাদ দিলাম, হাসিটা ছাড়া আমাদের পররাষ্ট্রনীতিতে তার অবদান দুই শুণ্য গোল জয়ী, একটা গোল খেল মায়ানমার, অন্যটা ভারত, দুইবার সমুদ্র জয় আসল তার নেতৃত্বে।
মতিয়ার কথায় আসা যাক, দক্ষিণ তালপট্টি বাংলাদেশ দাবি করেছিল এটা আমাদের, আমরা পাইনি, দেশ প্রেম বাদ দিন, একজন সুস্থ নাগরিক হলে বলতো নিরপেক্ষ বিচারে তালপট্টি ভারতের ভাগে পরেছে তাই এটা মেনে নিতে হবে, আমরা চেষ্টা করেছি কিন্তু বিচারক তার বিবেচনায় রায় দিযেছেন, মেনে নিতে হয় এটাই নিয়ম। কিন্তু মতিয়া তার চিরচেনা সেই ভয়ংকর চেহারার মুখভংগি দেখিযে (শিশুরা দেখলে ভয় পাবে বলে আমার ধারনা) হারালাম আমরা, বেগম মতিয়া গর্বচিত্তে গলাটা ফাটালেন, তালপট্টি নিয়ে মাথা ঘামানোর কিছু নেই।
এবার আসা যাক সাকিব এর সাথে তালপট্টির যোগসূত্রটা কোথায়?
হুম আছে, কংগ্রেস আর আওয়ামিলীগ যখন একট্টা হয়ে গিয়েছিলেন তখন জালটা পাতা হয়ে গেছে, তালপট্টি হারানোর পরও যেখানে আমরা সমুদ্র জয় এর মিছিল করতে পারি সেখানে কি বুঝার বাকি আছে! ভারতে পূজা আর্চনার পরে যার অবস্থান তা হল ক্রিকেট, অথচ বিশ্বের সেরা অলরাউন্ডার হবে বাংলাদেশ থেকে তা কি আর মেনে নেয়া যায়!!
সুতরাং সাকিব আর বাংলার ক্রিকেট সেই জালের মাছ, জাল যত গুটাবে তত পরিষ্কার হবে, ট্রানজিট, ক্রিকেট, দক্ষিণতালপট্টি সব যাবে তবুও আমরা জয়ী হব, বিজয় মিছিল করব।
বিষয়: বিবিধ
১৩৮০ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জয় বাংলা!
কাউয়া কিন্তু নিজেরে চালাকই মনে করে, কিন্তু কুকিল সেই কাউয়ার বাসায়ই ডিম পাড়ে; আর কাউয়াও কুকিলের বাচ্চা নিজের বাচ্চা মনে করেই পালতে পালতে বড় করে।
শেখ হাসিনাও কুকিল রূপী মতিয়া,ইনুগো পাল্লায় পড়ছে......।খালি দেইখ্যা যান।
ভারতের অস্তিত্বের জন্য পর(ভারত)নির্ভরশীল বাংলাদেশ দরকার ।
আশেপাশের অন্যদেশ ভারতকে পুছেও না ।
মন্তব্য করতে লগইন করুন