তেজগাঁও কলেজে আবারও ছাত্রলীগের ভাঙচুর
লিখেছেন লিখেছেন তিতা করল্লা ২০ জানুয়ারি, ২০১৩, ১২:০০:১৫ দুপুর
রাজধানীর তেজগাঁও কলেজে গতকাল শনিবারও ভাঙচুর করেছেন ছাত্রলীগের কিছু নেতা-কর্মী। এতে কলেজের মাস্টার্সের কার্যালয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। একই দিনে পুলিশ কলেজের সামনের ফুটপাতের দোকানপাট উচ্ছেদ করেছে।
কলেজের অধ্যক্ষ আবদুর রশীদ প্রথম আলোকে বলেন, বিবিএ কোর্সে নিজেদের জন্য ‘কোটার’ দাবি জানিয়ে আসছে ছাত্রলীগের কিছু নেতা-কর্মী। গতকাল কলেজের সামনে ফুটপাতের দোকানপাট উচ্ছেদ করার সময় তারা আপত্তি জানায়। এসব দোকানপাট থেকে তারা চাঁদা নিত। ঢাকার বাইরে অবস্থানরত অধ্যক্ষ অভিযোগ করেন, কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিঠুন ঢালীর নেতৃত্বে গতকালের ভাঙচুর হয়েছে। এ বিষয়ে শিগগিরই মামলা করা হবে। উল্লেখ্য, আবদুর রশীদ নিজেও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।
ভর্তির দাবিতে গত বৃহস্পতিবারও ছাত্রলীগের কিছু নেতা-কর্মী কলেজে ভাঙচুর করেছিল। শিক্ষকেরা অভিযোগ করেছেন, ছাত্রলীদের নেতারা ভর্তি-বাণিজ্যের উদ্দেশ্যে নিজেদের জন্য কোটা দাবি করছে।
প্রথম আলো, ২০ জানুয়ারী ২০১৩
বিষয়: রাজনীতি
১০৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন