বাকশাল এক প্রকার ব্যাধি

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১২ এপ্রিল, ২০১৩, ০৫:১৪:৫৭ বিকাল

বাকশাল এক প্রকার ব্যাধি

ভুলেও কভু এই রোগ হয় যদি

ন্যায় অন্যায় ভাল মন্দের বাচ বিচার

কিছুই আর ভাল লাগবেনা তোমার

@

আপন হয়ে যাবে পর, পর হবে আপন

কথায় কথায় চোখ রাঙ্গাবে যখন তখন

মানুষকে আর মানুষ, ভাববেনা তুমি

বিবেক বুদ্ধি লোপ পেয়ে, করবে হিংশ্রামি

@

অন্যের টুটি টিপে ধরে বলবে গণতন্ত্র

তোমাকে উষ্ণতা দেবে নষ্টামি আর ভন্ডামি যত

ক্ষমতার মোহে তুমি হতে চাইবে দেবতা

লেংটা নাচবে তুমি থাকবেনা লজ্জা-টা

@

আমাদেরও তখন দায়িত্বটা যাবে বেড়ে

দেয়ালে পিঠ ঠেকে গেলে আমরাও উঠব নড়ে

বুঝইতো আমজনতা একবার যদি জাগে

যে পথে বাকশাল আসে সেই পথেই যাবে ভেগে

@

এখনো সময় আছে সাধু সাবধান

ব্রিটিশ ভেগেছে ভেগেছে পাকিস্তান

আমরা বাংলাদেশী একবার যদি জাগি

কত বাকশাল আসবে যাবে খেয়ে ডিগবাজি

বিষয়: বিবিধ

১০৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File