তুমি দুঃখ তত কষ্ট দাও

লিখেছেন লিখেছেন আব্দুল গাফফার ১১ এপ্রিল, ২০১৩, ০৯:২৩:২৫ রাত

তুমি কষ্ট দাও , তুমি দুঃখ দাও

যদি সুখী হও

আমি ভুলে যাব , আমি মেনে নিব

জীবনের সব পরাজয়

না পাবার অভিযোগে করবনা অভিযোগ

দিবনা তোমায় অভিশাপ

শুধু মেনে নিতে পারব না

যদি বলও ছলনায় আমার ভালবাসা

স্বর্ণকারে স্বর্ণ পুড়ে জেনেও খাঁটি

আমার এ মন তোমার জন্য সপে দিয়েছি

তুমি স্বর্ণকারে মত করে যাচাই করে নাও ।

বিষয়: বিবিধ

১৫৬০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File