মাহমুদুর রহমানের মুক্তি চাই
লিখেছেন লিখেছেন ভালো পোলা ১১ এপ্রিল, ২০১৩, ০৮:৫৩:০৮ রাত
মাহমুদের রহমানের সবচেয়ে বড পরিচয় তিনি আদম সন্তান।আমার ক্ষেত্রেও তাই।কিন্তু এক পিতার সকল সন্তান এক হয়না।ধরুন আমরা ২ ভাই।এক ভাই যদি অকুতোভয় হয় তখন দেখা যায় আরেক ভাই ভীতুর দলের সর্দার।ঠিক তেমন আদম সন্তানরাও দুভাগে বিভক্ত।মাহমুদুর রহমান হচ্ছে ১ম উদাহরনের মানুষ।আর আম্বালীগ হচ্ছে ২য় উদাহরনের ।তারা আজ সাহসের কাছে পরাজিত হতে বাধ্য হয়েছে।মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা ছাডা সরকারের যে ঘুম হচ্ছিল না।বাংলাদেশে যতগুলো সংবাদ মাধ্যম আছে তার প্রায় ৯০ ভাগ মাধ্যম নাস্তিক সরকার আওয়ামীলীগের পক্ষে।তাদের এত লেখালেখি এবং প্রচারে ইসলমপন্হীদের এতটুকু দূর্বল করেত পারেনি।কিন্তু মাহমুদুর রহমান তার একটি মাত্র "আমার দেশ" দিয়ে নাস্তিক সরকারের মনে চিন চিন ব্যথা করে দিয়েছে।দেশে স্বাধীনতার মুখকে তালাবদ্ধ করে দিয়েছে।আজ স্বাধীনতা মানে হল নাস্তিকতা,সরকার বন্ধনা,পুলিশের সামনে বিরোধীদলকে হত্যা করা।মাহমুদুর রহমান যখন এইসব অপরাজনীতির বিরুদ্ধে রুখে দাঁডিয়েছেন ঠিকে তখনই সরকার তাকে গ্রেপ্তার করে তার স্বাধীনতার রুপ দেখিয়ে দিল।সকল কথার শেষ কথা "মাহমুদুর রহমানের মুক্তি চাই "
বিষয়: বিবিধ
১০৩০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন