এই ক্রিকেটকে বাচানো আমাদের নৈতিক দায়িত্ব

লিখেছেন লিখেছেন ভালো পোলা ২৬ জানুয়ারি, ২০১৪, ০৬:৫০:৪৫ সন্ধ্যা



অতি যত্নে গড়া আমাদের এই ক্রিকেট।

আমরা যত সহজে ক্রিকেটে এত দূর পর্যন্ত

এসেছি,তা অন্য কেউ পারেনি।কয়েক

বছরের

ব্যবধানে আমরা ক্রিকেটে যতটা উন্নতি করেছি তা অস্ট্রেলিয়া কিংবা ভারত

কেউ পারেনি।

আমরা সেই জাতি যারা,দল

জিতলে আনন্দে কাদি।আর দল হারলে,

আগামী ম্যাচের জয়ের আশায় উন্মুখ

হয়ে থাকি।

আমরা সেই ক্রিকেট প্রেমিক,যারা জয়ের

দ্বারপ্রান্তে গিয়ে হেরে গিয়ে কেদে বুক

ভাসাই।আর সে জাতিকে টেস্ট ক্রিকেট

থেকে বিদায় দেয়ার পায়তারা চলছে।

সেখানে দেশীয় কিছু কুলাংারের

সমরথনও আমাদেরকে ব্যাথীত করেছে।

কিন্তু

আমরা বাংগালিরা তো এইটা হতে দিমুনা।

যে ক্রিকেট আমাদেরকে সব ভেদাভেদ

ভুলে হাসতে সেখায়

আমরা সে ক্রিকেটকে তো পরাজিত

হতে দিতে পারিনা।

বিষয়: বিবিধ

১৫০২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

168045
২৬ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:১০
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ক্রিকেটের সার্থে ক্রিকেট বাচাতে শুধু নয় দেশের সার্থে ক্রিকেট বাচাতে এগিয়ে আসুন
২৬ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৩২
122047
ভালো পোলা লিখেছেন : সেটাই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File