এইস এস সি পরীক্ষা ও বর্তমান সহিংস রাজনৈতিক অবস্থান

লিখেছেন লিখেছেন আলোর পথে ১১ এপ্রিল, ২০১৩, ১০:০৮:২৪ রাত

আসসালামু আলাইকুম,

বাংলাদেশে এখন এইস এস সি পরীক্ষা ২০১৩ অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু রাজনীতির নোংরা কালো থাবা থেকে রক্ষা পাচ্ছেনা কমলমতি এই পরীক্ষার্থীরা। বর্তমান সরকার অত্যন্ত নগ্ন ভাবে এই কোমলমতি পরীক্ষার্থীদের রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করছে। সরকার একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক পরিস্থিতিকে উত্তপ্ত করে তুলছে। অন্নদিকে আমদের মাননীয় শিক্ষামন্ত্রী বিরোধীদলকে পরিক্ষার দিন গুলোতে হরতাল না দেয়ার আহবান জানাচ্ছেন এ যেন গাছে তুলে দিয়ে মই সরানোর মত অবস্থা। সর্বশেষ আমারদেশ এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান কে গ্রেপ্তার করে পরিস্থিতিকে আরও জটিল করা হয়েছে।এদিকে হেফাজতে ইসলাম সহ ইসলামি দলগুলো আগে থেকেই বলে আসছিলো মাহমুদুর রহমান কে গ্রেপ্তার করা হলে লাগাতার কর্মসূচী দেয়া হবে। তাহলে পরীক্ষার সময় কেন এই হঠকারী সিদ্ধান্ত নেয়া হল???? তাকে তো আরও কিছুদিন পরে গ্রেপ্তার করা যেত (কোন বিবেকবান মানুষই এই গ্রেপ্তারকে সমর্থন করে না)। বর্তমান সরকার কে সবিনয়ে অনুরধ করবো আর জনদুর্ভোগ বাড়াইয়ান না সুস্থ রাজনীতি করুন। বিরোধীদলগুলকেও অনুরধ করবো আপনাদের কর্মসূচির কারনে যাতে এই কোমলমতি পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ রাখুন। পরিশেষে একটা কথা সবাইকে মনে করিয়ে দিতে চাই ষড়যন্ত্রকারীরা কখনোই প্রকৃত অর্থে সফলকাম হতে পারে না ইতিহাস একদিন তাদের আস্তাকুরে নিক্ষেপ করবেই।

আল্লাহ্‌ সুবহানাহু তা'আলা আমাদেরকে সুপথ দান করুক আমীন।

বিষয়: রাজনীতি

৯৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File