জিহাদ নাটক
লিখেছেন লিখেছেন প্রবাসী মজুমদার ২৭ ডিসেম্বর, ২০১৪, ০২:০৯:২১ দুপুর
জিহাদ নাটক (ফেবুতে লিখেছেন সিফাত হাসান)
-------------------------------------------
পাইপের নিচে নাই রে জিহাদ,
গেল কোথায় সে?
নাই বলে তাই প্রশ্ন জাতির
জুসটা খাইলো কে?
কেমনে জিহাদ পাইপের ভেতর,
দিল আম্মু ডাক?
যেই ডাকে আজ পুরো জাতি
বিস্ময় হতবাক!
অনেক খুড়ে ক্রেনে করে
দিল অক্সিজেন,
নাইরে জিহাদ পাইল সেথায়
টিকটিকি আর ব্যাঙ।;
ছেলের শোকে কান্দেনা মা
সবই গুজব সুর;
গাজীপুরকে ভুলতে নাটক
তুঙ্গে শাহজাহানপুর…
(সিফাত হাসানের লিখা কবিতাটি খুব সু্ন্দর হওয়ায় একটু এডিট করে দিলাম-প্রবাসী মজুমদার)
বিষয়: বিবিধ
১২৯৮ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ফেবুতে একজনের মন্তব্য তুলে দিলাম-- "জিহাদ তলদেশের মাটি ফুড়ে দেশের কল্যাণে কাজ করতে
'শেখ মুজিব পরদেশী'র সাথে মিটিং-এ বসেছে!
তাই ওকে খুজে পাওয়া যাচ্ছে না আপাততঃ!
মিটিং শেষ হলেই উদয় হবে!!!
জিহাদকে নাকি পৌনে তিন টায় স্থানীয়রা উদ্ধার করেছে। যেখানে ফায়াস সার্ভিস পেল না সেখানে স্থানীয়রা উদ্ধার করল। হাসতে হাসতে বাচি না রে।
জানিতেতো মন চায়৷
তাই যদি হয়ে থাকে,
জিহাদ গেল কোথায়?
মন্তব্য করতে লগইন করুন