জিয়া তো আজকের মত "শিশু" ছিলেন না!

লিখেছেন লিখেছেন রাহমান বিপ্লব ২৭ ডিসেম্বর, ২০১৪, ০২:২৪:৫৭ দুপুর

জিয়া তো আজকের মত "শিশু" ছিলেন না!

১.

গতকাল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে...

_

শিশু আখ্যা দিয়ে বাকশালী লীগ সরকার প্রচার করল শিশুটি হঠাত

৬০০ ফুট মাটির নিচে চলে গেছে!

এমনকি মাত্র ১ ফুট ব্যাসের সে পাইপ দিয়ে কোন সাবালকেরও প্রবেশও সম্ভব নয়!

তাই তার উদ্ধারও অসম্ভব!

তারপর যথারীতি জিয়াকে তারা মিডিয়ার অপপ্রচারে কখনো ৩০০ কখনো ৪৫০ আবার

কখনো ৫০০ ফুটের মাঝে আছড়ে দিতে থাকলেন!

মানবতা দেখিয়ে খাওয়ালেন একটু জুস ও বিস্কুট!

সান্তনা দিয়ে আপোষের কথাগুলোও বললেন তার সাথে!

জিয়া যখন এই ভেজাল গণতান্ত্রিক জুস আর ফর্মালিন মেশানো খাস্য খেয়েও পুষ্টি পেলনা,

যখন 'ক্ষীনকায় শরীরে' অস্বীকার করল সরকারী সরবরাহের আপোষের দড়ি বাইতেও,

-ঠিক তখনই তাকে এক রাতেই 'অস্তিত্বহীন' করে দিলেন সরকারী মন্ত্রী!

এ ঘটনা নিয়ে জনতার দুঃচিন্তারও কোন কুল ছিলো না!

যেন জিয়ার সাথে তাদেরও "উদ্ধার"টুকু আটকে আছে!

__________________

২.

দোষ কার?

-সরকারের না জিয়ার? নাকি উভয়েরই!

যেকোন মূল্যে সবাই জিয়াকে বাঁচাতে চাইলেও খোদ জিয়ার অস্বীকারেই কী, উদ্ধার আর সম্ভব হলনা!?

আপনারাই বলুন- একটি শিশুর পক্ষে,

১- 'পাইপের গণতন্ত্রে' রশি বেয়ে ৬০০ ফুট গভীর থেকে একা উঠে আসা সম্ভব? কিংবা

২-তার পক্ষে কি চোরাগলির অন্ধকার পাইপে, উদ্ধারকারীকেও ভীতিহীন চেনা সম্ভব?

তার উপদেষ্টারা তাকে কীভাবে বোঝান?

যদিও জুস, হালকা খাদ্য আর সরকারী অক্সিজেন তার অস্তত্ব টিকিয়ে রাখতেই গ্রহণ করতে হয়েছে!

দীর্ঘ সময় সরকারের কাছে জিয়ার পক্ষে মৌলিক (গনতন্ত্রের) আবেদনও তাই গেছে একের পর এক!

অথচ, সর্বশেষ "একজন স্বেচ্ছাসেবক" ঠিকই যেতে চাইলেন জিয়াকে উদ্ধারে!

তাকেও সে সুযোগ দেয়া হলনা!

সরকার তাকে যেতে দেয়নি, নাকি বাচ্চাটি তাকে ভয় পাবে বলে জিয়ার কোন শুভাকাংখির মাধ্যমে, তাকে আটকে দেয়া হল, আমরা তা জানিনা!

৩. শেষ কথা-

এ ভয়ংকর চোরা পাইপ থেকে জিয়ার উত্তরণ আদৌ সম্ভব ছিলোনা!

সম্ভব নয় বলেই না গাজীপুরের ১৪৪ ধারার জন্য অবৈধ সরকার পতন আন্দোলন স্তব্ধ হয়ে যায়!

এক সময়ের বাকশালী অপশক্তির আতংক সেক্টর কমান্ডার, মেজর ও

গর্বিত দেশপ্রেমিক শহীদ জিয়াউর রহমান ২০১৪ তে এসে

হয়ে যান "আজকের ৪ বছরের বাচ্চা জিয়া"!

সেখান থেকে নামের বিকৃতি করে মিডিয়া দিয়ে জিয়া থেকে

যখন তখন চাইলেই বিকৃত করে বানিয়ে দেয়া যায় "জিহাদ" কিংবা 'জিয়াদ'!

শেষে সেই জিয়ার অস্তিত্ব, অস্বীকারও করা হল।

উল্টো, গ্রেফতার হয়েছেন জিয়ার শোকস্তব্ধ দুঃখী বাবাও...

সেই সাথে গ্রেফতার হয়েছে বাংলার ১৬ কোটি মানুষের সকল উদবিগ্ন চাওয়া পাওয়া।

আর সকল আশাবাসী আবেগ!

"এরই নাম অবশ্য বাকশাল।"

কোন শিশুতোষ আন্দোলন ভাবনা আর ক্ষীণ মস্তিস্কের 'গনতন্ত্র গণতন্ত্র খেলায়'

বাকশাল তাড়ানোর খেল জমেনা!

কথায় কথায় যারা অবৈধ ব্যাক্তির জন্য

"মাননীয় প্রধানমন্ত্রী" উচ্চারণ করাকে কিছুই মনে করেন না!

তারা কী আসলেই সাবালক!?

বিষয়: সাহিত্য

১০৭০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

297481
২৭ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৪৬
হতভাগা লিখেছেন : ৬০০ ফুট মানে ৫০-৬০ তলা থেকে নিচে পড়ে গেলে তার কি বেঁচে থাকার কথা ?
297482
২৭ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৪৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : Tongue Tongue Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rose Rose
গর্ত টা সেখানে ছিল কি করতে???

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File