বই রিভিউ--সুচরিতাসু

লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ২৭ ডিসেম্বর, ২০১৪, ০২:৩২:০০ দুপুর



>> বইঃ সুচরিতাসু।

>>লেখকঃ শেখ আব্দুল হাকিম




গত ছ-মাসে এটি ৪র্থ চিঠি, এত আবেগ নিয়ে লিখা জা ওর মনের উপর কিছুটা প্রভাব ফেলেছে। চিঠি গুলি বার বার পড়েও যেন মন ভরে না ওর।

এ দিকে ওর বিয়ের দিন তারিখ সব ঠিক। দু পক্ষের আত্মীয় স্বজন কেনাকাটাও শুরু করেছে। আর দুদিন বাদে গায়ে হলুদ।

ওর কপালও বটে।

পাত্র যেমন ধনী তেমনি দেখতেও রাজপুত্র।

আগের তিনটা চিঠিকে পাত্তা না দিলেও ৪র্থ চিঠিটা ওর সব বাধ ভেঙ্গে দিয়েছে। ওর জানতেই হবে কে সে?

ওর সেই গোপন তিলের কথা জানল কেমন করে, পত্র লেখক?

যতক্ষণ না এই চিঠির লেখককে খুঁজে পাচ্ছে ততক্ষণ বিয়ে বসতে নারাজ ও। তাই বিয়েতে বেকে বসল শান্তা।

খুঁজে বের করতে চায় তার অদৃশ্য অন্ধ প্রেমিককে?

এদিকে চিঠির কথা জানাজানি হয়ে যেতেই দুই জন( প্রেমিক) দাবি করে বসল ওরাই চিঠির লেখক।

ভালবাসে শান্তাকে।

এদের মাঝেই কি রয়েছে তার চিঠির লেখক ,না অন্য কেও?

অ্দৃশ্য অন্ধ প্রেমিককে কি খুঁজে পাবে শান্তা?

শেষটা জানতে হলে পড়তে হবে রোমান্টিক লেখক শেখ আব্দুল হাকিম

এর সেবার গোল্ডেন রোমান্টিক সুচরিতাসু(৮০ পেজের ছোট্ট বই।)।

>> সেবা কেন যে তার এই রোমান্টিক শাখাটা বন্ধ করে দিয়েছিল আজও জানতে পারলাম না।

বিষয়: বিবিধ

১১৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File