বিদ্রোহী কবি

লিখেছেন লিখেছেন প্রবাসী মজুমদার ১২ নভেম্বর, ২০১৪, ১২:৩৪:১১ রাত

মুষ্ঠিতে চুল টেনে জিদে মরি

কলমে নেই ধার,


ক্ষিপ্ত হৃদয় যাতনায় খোঁজে

বিদ্রোহী কবিতার।

নজরুল-ফররুখ কল্পনায় টেনে

দেখি দহনের ছবি,


শব্দ-ছন্দের নির্মমতায়

হতে পারিনা কবি।

পাষান হৃদয়ে নিত্য দেখি

বিভতসতার লাশ,


শংকিত জনপদ নির্বাক কাঁদে

বানিয়ে নিজেকে দাস।



চারিদিকে শুধু আর্তনাদের ধ্বনি

বাতাস হয়েছে ভারী,


গুম-খুনে সব জিন্দা লাশ সেজে

পণ্য বানিয়েছি নারী।

বিষয়: বিবিধ

১৩৮৪ বার পঠিত, ৩৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

283395
১২ নভেম্বর ২০১৪ রাত ১২:৩৬
প্রবাসী মজুমদার লিখেছেন : কিবোর্ডের সমস্যার কারণে চন্দ্রবিন্দু কিংবা খন্ডত দিতে না পারার জন্য দু:খিত।
283402
১২ নভেম্বর ২০১৪ রাত ১২:৫২
অনেক পথ বাকি লিখেছেন : চারিদিকে শুধু আর্তনাদের ধ্বনি
বাতাস হয়েছে ভারী,
গুম-খূনে সব জিন্দা লাশ সেজে
পন্য বানিয়েছি নারী।

Thumbs Up Thumbs Up
১২ নভেম্বর ২০১৪ রাত ০৯:৫১
226837
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ আপনাকে।

দিশেহারা মন্ত্রী, মরিয়া পুলিশ
ফাঁসীর মঞ্চে দায়ী গাহিছে গান
শেকলে বন্দী গুলি খেয়ে ডরেনা
রাজপথে ত্যাগীরা নিয়েছে স্থান।
283405
১২ নভেম্বর ২০১৪ রাত ১২:৫৭
এবেলা ওবেলা লিখেছেন : প্রবাসী মজুমদার ইজ দ্যা বেস্ট -- লেখা পড়ে এইটুকু বল্লাম----
১২ নভেম্বর ২০১৪ রাত ০৯:৫৩
226839
প্রবাসী মজুমদার লিখেছেন : ভূয়সী প্রশংসা রেখে যাবার জন্য ধন্যবাদ।

আপনাকে ভূলে কেঁদেছি অনেক
রুদি, খূঁজে পেতে হারানো সুখ,
এ অবেলায় কেবলি মিছে ক্রন্দন
অস্তিত্বের যাতনায় ভাসাই বুক।

283426
১২ নভেম্বর ২০১৪ রাত ০২:৩৯
সুশীল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১২ নভেম্বর ২০১৪ রাত ০৯:৫৪
226840
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনাকে ও ধন্যবাদ।

চেয়ে দ্যাখ ঐ দায়ীরা লড়ে
রাজপথ কাঁপাতে ছেড়েছে ঘর
মিছিলে মিছিলে প্রকম্পিত দেশ
পথ খোঁজে পালাতে ক্ষমতাধর।
283447
১২ নভেম্বর ২০১৪ রাত ০৩:২৭
আফরা লিখেছেন : অনেক ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া ।
১২ নভেম্বর ২০১৪ রাত ০৯:৫৬
226841
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনাকেও ধন্যবাদ। ভাল লাগল।

এই কবি তুই চুপ কেন আজ
কেন এত গভীর ঘুম,
প্রজার কান্নায় বাতাস ভারী
নিত্য রাজ্যে মানুষ গুম।
283449
১২ নভেম্বর ২০১৪ রাত ০৩:৫২
কাহাফ লিখেছেন :

অপুর্ণতার সীমাহীন আক্ষেপ সবাই কে না হলেও কিছু কিছু মানুষ কে সাফল্যের চুড়ান্ত পর্যায়ে নিয়েই ছাড়ে! তেমনি একজন শ্রদ্ধেয় প্রবাসী মজুমদার!
উনার জন্যে হাসানা-ই কামেলাহ এবং খাইরুল জাযাহ এর প্রার্থনা জানাই মহান আল্লাহর কাছে!!
Thumbs Up Thumbs Up Rose Rose
১২ নভেম্বর ২০১৪ রাত ০৯:৫৮
226842
প্রবাসী মজুমদার লিখেছেন : আমি যাহা নই তাহা দিয়ে আমাকে মিছে কবির পদবীকে কলংকৃত করার কি প্রয়োজন ছিল।

শহীদ মালেক আমির হামজার
মিছিলের আজ নেইকো শেষ,
নতুন সুর্য্যোদয়ে হাসে
আমার সোনার বাংলাদেশ।
283453
১২ নভেম্বর ২০১৪ রাত ০৪:১৬
সবুজেরসিড়ি লিখেছেন : সুন্দর লিখেছেন ধন্যবাদ . . .
১২ নভেম্বর ২০১৪ রাত ০৯:৫৯
226844
প্রবাসী মজুমদার লিখেছেন : উতসর্গ করলাম আপনাকে।

বিদ্রোহে আজ নেইকো আগুন
শুণবো কবে সেই আওয়াজ,
সীসায় ঢালা প্রাচীন হয়ে
লড়বে দায়ী গড়তে রাজ?
283477
১২ নভেম্বর ২০১৪ সকাল ০৮:০৯
মামুন লিখেছেন : মুষ্ঠিতে চুল টেনে জিদে মরি

কলমে নেই ধার,

ক্ষিপ্ত হৃদয় যাতনায় খোজে

বিদ্রোহী কবিতার।
- মুগ্ধ হলাম!
দুর্দান্ত লিখনি মন ছুঁয়ে গেলো। অনুপমেয় অনুভূতিতে বিলীন হলাম। Thumbs Up Bee Bee Rose Rose Good Luck
১২ নভেম্বর ২০১৪ রাত ১০:০১
226845
প্রবাসী মজুমদার লিখেছেন : আহা

যে জাতির ঘুম ভাঙ্গিত পড়ে
ফজরে পাক কোরআন,
সে ঘরে বাজে তবলা ঘুঙ্গুর
মুখে ঠাকুরের গান।

মক্তবে আজি শিশুর কণ্ঠে
শুনি না প্রভুর গান,
দ্বীন হীন এখন গায়ের লোকেরা
ভ্রাতৃত্ববোধ হীন প্রাণ।

যে কালেমা পড়ে রাসুল কাঁদিত
সাহাবা রুধিত জলে,
দুনিয়া ভোগে লাথি মেরে
কোরান বেঁধেছিল গলে।

দ্বীনের লাগিয়ে ছেড়ে নিজ ঘর
ছুটেছিল দেশান্তর,
সে জাতি আজি বড় অসহায়
দ্বীনকে করেছে পর।
283568
১২ নভেম্বর ২০১৪ দুপুর ০২:২১
মুিনর লিখেছেন : আপনাদের কাছে আমাদের অনেক আশা প্লিজ ভাই এগিয়ে জান। অনেক সুন্দর হয়েছে মুগ্ধ হলাম। আশা করি আরো অনেক ভাল কিছু পাব।
১২ নভেম্বর ২০১৪ রাত ১০:০৪
226849
প্রবাসী মজুমদার লিখেছেন : আহা। মনির এখন মিনুর কেনগো...

তোমরা কি আর জাগিবে না কভু
হাঁকিবে না জিহাদের ডাক,
এভাবেই নিজেকে করিবে নিঃশেষ
দেবেনা ক্ষিপ্রতার হাঁক?

ভূলে গেলে রাসুলের রেখে যাওয়া দ্বীন
ভূলে গেছ মক্কার গলি,
মিছে হাজী আর গাজি সেজে
হয়ে গেলে প্রভুহীন অলি?

সিংহের উপর শৃগালের হাক
দেখে হই নির্বাক,
লেজ ধরে সজোরে আছাড় মার
শোষিত মুক্তি পাক।
১০
283611
১২ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:৩০
হতভাগা লিখেছেন :
১৩ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:২২
227036
প্রবাসী মজুমদার লিখেছেন : জাগবি কবে রাগবি কবে
মুষ্টাঘাতে ভাঙ্গবি দ্বার,
বিস্ফোরণে ফাটবি কবে
ভাঙ্গতে ঐ কাঁচের পাহাড়?

বিদ্রোহে তু্ই জ্বলবি কবে
ছাড়বি কবে আপন ঘর,
সিংহ হয়ে লড়বি কবে
বাঁধবি কবে দ্বীনের ঘর?
১৩ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:১০
227052
হতভাগা লিখেছেন : চালায় যাও
১১
283684
১২ নভেম্বর ২০১৪ রাত ১০:০৬
প্রবাসী মজুমদার লিখেছেন : জাগবি কবে রাগবি কবে
মুষ্টাঘাতে ভাঙ্গবি দ্বার,
বিস্ফোরণে ফাটবি কবে
ভাঙ্গতে ঐ কাঁচের পাহাড়?

বিদ্রোহে তু্ই জ্বলবি কবে
ছাড়বি কবে আপন ঘর,
সিংহ হয়ে লড়বি কবে
বাঁধবি কবে দ্বীনের ঘর?
১২
283891
১৩ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:১৭
ফেরারী মন লিখেছেন : ভালো লাগসে শুধু এটুকু বলবো। ভুয়সী প্রশংসা করার যোগ্যতা আমার নেই। It Wasn't Me!
১৩ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:৩৯
227059
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনার জন্য উতসর্গ করলাম

তাঁকে ভরা বইয়ের সারিতে
নেই শুধূ কোরআন,
এসেছিল যে মুক্তি দিতে মোদের
তাকে করেছি কত অপমান!

যার ভয়ে পাহাড় কেপেছে
সাহস হয়নি করিতে ধারন
মানুষ পারবে মানিতে ধরাতে
তাই করেনিকো বারণ।

মানুষের মতবাদ পরেছি গলে
ছেড়েছি কোরানের বানী,
রাজত্ব ছেড়ে পুরুষের আসনে
ক্ষমতায় বসিয়েছি নারী।

হাতে পরেছি ছুড়ি এখন
কানেতে পরেছি দুল,
বেকুবের হুশ হবে কি কভূ
বুঝিবে নিজের ভূল?

নর্তকী বানিয়ে ফ্যাশন সাজিয়ে
নারীকে করেছি পণ্য,
সভাতা বিকাশে আমরাও আজি
হয়েছি জানোয়ার বন্য।
১৬ নভেম্বর ২০১৪ রাত ০২:০৩
227830
খালেদ সাইফুদ্দিন লিখেছেন : শেষের লাইনেই তো প্রশংসার ফুল ঝুড়ি।
১৩
284351
১৫ নভেম্বর ২০১৪ সকাল ০৬:৫৬
নাছির আলী লিখেছেন : মুগ্ব্দ হলাম আপনার কবিতা পড়ে । অনেক অনেক ভালো লাগলো ।
১৬ নভেম্বর ২০১৪ সকাল ১১:২৯
227926
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ পড়ে অনুভূতিপুর্ন মন্তব্য রেখে যাবার জন্য। ভাল লাগল।
১৪
284625
১৬ নভেম্বর ২০১৪ রাত ০২:০১
খালেদ সাইফুদ্দিন লিখেছেন : আপনাকে দেখে যতটুকু না ভাল লাগে তার ছেয়ে বেশী ভাল লাগে আপনার লিখায়।

নাম যার প্রবাসী,
মুখে আছে সধা হাসি।
মাথায় নাই চুল,
লিখায় নাই ভুল।

১৬ নভেম্বর ২০১৪ সকাল ১১:৩০
227928
প্রবাসী মজুমদার লিখেছেন : মানিকে মানিক চেনে। মন্তব্যর কবিতা দারুণ হয়েছে। ধন্যবাদ ভূয়সী প্রশংসার জন্য।
১৫
287313
২৩ নভেম্বর ২০১৪ রাত ০৯:৫৭
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : কি বলবো বলার আর রাখলেনকি...!!!এক কথায় মুগ্ধ হলাম লেখার তেজ দেখে...!!!আপনি ইউনিক ভাই ইউনিক... Love Struck Love Struck Love Struck
২৪ নভেম্বর ২০১৪ রাত ১১:০৩
231420
প্রবাসী মজুমদার লিখেছেন : ফুল দিয়েছে, কুল দিয়েছি
নেই তো কিছু বাকী,
তবু যেছে সুতোর মালায়
বাঁধলে হাতে রাখি?
সাজের বেলায় সাজলে তুমি
দারুণ তোমার মুখ,
সুয্যের আলোয় নিলে কেড়ে
জগতের সব সুখ।
গাইলে না আর সুর তুলেও
তৃুপ্ত পেয়ে মালা,
বৃক ফাটে তো মুখ ফাটে না
হৃদয়ে সব জ্বালা।
১৬
287688
২৪ নভেম্বর ২০১৪ রাত ১১:৩৩
ফেরারী মন লিখেছেন : কবিতায় বাস্তবতা ফুটে উঠেছে। ধন্যবাদ প্রবাসী ভাইকে
২৫ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:২৮
231588
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাল লাগা রেখে যাবার জন্য।
১৭
288025
২৫ নভেম্বর ২০১৪ রাত ১০:৫৫
ইশতিয়াক আহমেদ লিখেছেন : খুব সুন্দর লিখা ,পড়ে ভালো লাগলো
৩০ নভেম্বর ২০১৪ দুপুর ১২:২২
233572
প্রবাসী মজুমদার লিখেছেন : কি অবস্থা ভাই। ভাল? অনেকদিন হল ব্লগে অনিয়মিত। আসতে পারিনা। ধন্যবাদ।
১৮
289573
২৯ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:২৩
একপশলা বৃষ্টি লিখেছেন : কিবোর্ড সমস্যা চন্দ্রবিন্দু বাদ দিলাম। কিন্তু...
খোজে/ খুজে
পন্য/ পণ্য
খূনে/ খুনে
৩০ নভেম্বর ২০১৪ দুপুর ১২:২৫
233573
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ। ঠিক করে দিয়েছি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File