$$$♡♡♡আপনার জীবনসঙ্গীকে আপনি ভালোবাসেন, এই কথাটা শেষ কবে বলেছেন? $♥♥♥

লিখেছেন লিখেছেন সাইফুল ইসলাম গাজী ১২ নভেম্বর, ২০১৪, ১২:১৪:১৭ রাত

ছোট্ট অভিমান, কিছু বিরক্তি কিংবা অপূর্ণতাকে পুঁজি করে তাকে আপনার ভালোবাসার কথা বলা থেকে নিজেকে বঞ্চিত করবেন না। কে জানে, এমনো তো হতে পারে হয়ত আপনি তাকে "আমি তোমাকে ভালোবাসি" কথাটা বলার আরেকটা সুযোগ পাবেন না। ভালোবাসার মানুষটিকে ভালোবাসার কথা বলুন, শুধু তার কাছ থেকে কিছু পেতে চেয়ে নয়, বরং বলুন আপনার নিজের জন্যই। আপনি যখন ভালোবাসবেন, তখন নিজেকে অভিমান, রাগ, ক্ষোভের কারাগার থেকে নিজেকে মুক্তি দিতে পারবেন। আপনার ভালোবাসার কথা ও আবেগ আপনার কাছে ভালোবাসা ফিরিয়ে দেবে। আপনার জীবনসঙ্গী/জীবনসঙ্গিনীকে দিনে অন্তত একবার বলুন যে তাকে আপনি ভালোবাসেন। ভালোবাসা এবং ভালোবাসার কথা আমাদের আত্মবিশ্বাসী করে তোলে, প্রিয়জনদের প্রতি ভালোবাসা আমাদেরকে মুক্তির প্রশান্তিময় অনুভূতি দেয়।

বিষয়: বিবিধ

১১৫৩ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

283392
১২ নভেম্বর ২০১৪ রাত ১২:২৪
এবেলা ওবেলা লিখেছেন : ভাই আমি আজকেও বলেছি= ভূল করেছি নাকি Yawn Yawn Yawn
283396
১২ নভেম্বর ২০১৪ রাত ১২:৩৭
বড়মামা লিখেছেন : বেশী ভালো বাসি বল্লে অনেক কিছু দাবি করে বসে ।
283450
১২ নভেম্বর ২০১৪ রাত ০৩:৫৫
কাহাফ লিখেছেন :

"কতো ভালবাসি!
কি যে ভালবাসি!
এতো ভালবাসি তাই,মনে জাগে ভয়!
এতো সুখ ভাগ্যে যদি না সয়!!!"
Big Hug Big Hug Rose Rose
283478
১২ নভেম্বর ২০১৪ সকাল ০৮:১২
মামুন লিখেছেন : আমি প্রতি সপ্তাহে একবার হলেও বলি। কিন্তু আজ বিয়ের ১৫টি বছর পার করে আমার কথা শুনে বউ বলে, " এত ঢং কইরো না।" তারপরও প্রতি সপ্তাহে এমন ঢং আমি করি।
লিখাটি পড়লাম। ভালো লেগেছে। ভালো লাগা রেখে গেলাম। ধন্যবাদ। Thumbs Up Thumbs Up Thumbs Up Bee
283490
১২ নভেম্বর ২০১৪ সকাল ০৮:৫২
হতভাগা লিখেছেন :
এ কথাটা কখনও স্ত্রী বা প্রেমিকাকে বলবেন না ।


বলবেন যদি সে আগে বলে যে সে আপনাকে ভালবাসে ।

আপনিও তখন বলবেন যে, আমিও তোমাকে ভালবাসি ঠিক যেমনটি তুমি আমাকে ভালবাস ।

আপনি এ কথা বলবেন টেকনিক্যালি কারণ আপনি কিন্তু জানেন না যে আসলে সে আপনাকে কি পরিমান ভালবাসে ।

কখনও বলবেন না যে আপনি তাকে ভালবাসেন সে আপনাকে যে পরিমান ভালবাসে তার চেয়েও বেশী বা আমার জীবনের চেয়েও ভালবাসি বা সবার থেকে বেশী ভালবাসি ।

এটা বললেই সে আপনার ভালবাসার পরীক্ষা নিতে চাইবে. যদি সে বলে বসে যে, যাও তোমারা বাবা মাকে ত্যাগ করে আমাদের বাসায় চলে আসো । তখন যদি ইতঃস্তত ভাব দেখান তখন বলে বসবে, তুমি যে আমাকে কতটুকু ভালবাস তা আমার বোঝা হয়ে গেছে ।

ভালবাসার প্রমান শুধু ছেলেদেরকেই দিতে হয় , মেয়েদেরকে দিতে হয় না বা তারা আসলে দিতেও পারে না সেরকম যেরকম তারা ছেলেদের থেকে দাবী করে ।

ভালবাসার প্রমান দিতে হতে পারে আপনাকে
০ নিজের বাড়ি তার নামে লিখে দিয়ে , বা
০ তার একাউন্টে মাসে মাসে বিরাট অংকের টাকা ট্রান্সফার করে করে , বা
০ তাকে ১০-১২ ভরি স্বর্ণের গয়না বছরে বছরে কিনে দিয়ে , বা
০ প্রতিদিন বা না হয় সপ্তাহে একবার চায়নিজে ডিনার করানো , বা
০ বছরে একাধিক বার বাইরে বেড়াতে নিয়ে যাওয়া ।

আর তার কাছে যদি আপনি ভালবাসার প্রমান চান সে আপনাকে শুধু সেক্স ছাড়া কিছুই দিতে পারবে না , তাও সেখানে একটিভ পার্টনার আপনিই এবং তাকে বহু তেলিয়ে আপনি এটা পাবেন বা বড় জোর একটা কিস ।

আপনি যদি উনার এটা উনাকে যে অনেক ভালবাসেন তার প্রমান স্বরুপ পেশ করেন তাহলে সে মুখে ঝামটা মেরে আপনাকে পিঠ দেখিয়ে পাশ ফিরে শুবে এবং এক সপ্তাহ ১০ দিন আপনার সাথে খিটমিটিয়ে কথা বলবে ।

মেয়েদের জন্য ছেলেদের ভালবাসার বহিঃপ্রকাশ দুনিয়াব্যাপী স্বীকৃত । ছেলেদের জন্য মেয়েদের ভালোবাসার সে রকম কোন নিদর্শনের খবর পাওয়া যায় নি ।
২৪ নভেম্বর ২০১৪ সকাল ১১:২৮
231177
নাবিলা লিখেছেন : আচ্ছা আপনারা মেয়েদের কি ভাবেন???
স্বর্ণ অলঙকারই মেয়েদের সবকিছু এ কথা কে বলেছে আপনাদের???
সব মেয়েকে এক পাল্লায় পরিমাপ করবেন না।
২৪ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৩৩
231208
হতভাগা লিখেছেন :
স্বর্ণ অলঙকারই মেয়েদের সবকিছু এ কথা কে বলেছে আপনাদের???


Surprised Surprised Surprised Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor


@ নাবিলা : ব্লগে মনে হয় নতুন না হয় অনিয়মিত ।

তবে .... বছরের শেষে এসে ব্লগকে আনন্দ ও বিনোদন উপহার দিচ্ছেন যেসব ব্লগাররা আপনি তাদের কাতারে সামিল হয়ে গেলেন এই কমেন্ট করে ।


''সব মেয়েকে এক পাল্লায় পরিমাপ করবেন না। ''

০ এই একই কমেন্ট দিয়ে আর কত ? এক ঘেয়ে হয়ে গেছে । রসুনের সব কোয়া কিন্তু এক জায়গায় শুরু এবং এক জায়গাতে আবার শেষ হয়।
283494
১২ নভেম্বর ২০১৪ সকাল ০৯:০৯
সাইফুল ইসলাম গাজী লিখেছেন : হতভাগা /
অনেক সুন্দর লিখলেন অনেক ধন্যবাদ
283615
১২ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:৪৩
কঠিন লিখেছেন : আমি চরম মূহুর্তে বলি। তখন বলার মজাই আলাদা।
287492
২৪ নভেম্বর ২০১৪ সকাল ১১:৫০
যা বলতে চাই লিখেছেন : আপনার লেখায় নারী বিদ্বেষ অথবা ব্যক্তি জীবনে তিক্ত অভিজ্ঞতার আভাস পাওয়া যাচ্ছে। আসলে বিষয়টি এরকম নয়। বরং আমাদের নারীরা এখনো খুব অল্পে তুষ্ট। আর হ্যাঁ যদি আপনার মধ্যে কোন সমস্যা না থাকে তবে দেখবেন, কিছুই দিতে হবেনা, কেবল ভালবাসি বলেই সব সেবা-খেদমত পেয়ে যাবেন। ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File