“দু শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে-
লিখেছেন লিখেছেন সাইফুল ইসলাম গাজী ২৩ জুলাই, ২০১৫, ১২:০৩:০৪ রাত
। (অর্থাৎ নবী সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম এর যুগে তাদের আত্মপ্রকাশ হয় নি) ক) এমন কিছু লোক যাদের হাতে থাকবে গরুর লেজের মত লাঠি। এরা তা দিয়ে জনগণকে প্রহার করবে। খ) এবং ঐ সকল উলঙ্গ-অর্ধ উলঙ্গ নারী যারা (নিজেদের চলাফেরা ও বেশ-ভূষায়) মানুষের মনোযোগ আকর্ষণ করবে এবং নিজেরাও অন্য মানুষের প্রতি আকৃষ্ট হবে। তাদের মাথায় উটের মত উঁচু এবং একপাশে ঝুঁকে থাকা চূড়ার মতো কেশ রাশি শোভা পাবে। এসমস্ত নারী জান্নাতে তো যাবেই না বরং জান্নাতের সুঘ্রাণও পাবে না অথচ এত এত দূর থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়।” (সহীহ মুসলিম, হা/২১২৮)
বিষয়: বিবিধ
১২২১ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
একটি অনুরোধ ব্লগে লেখা আরো একটু বড় হলে ভালো!! আশা করি চেষ্টা করবেন।
মন্তব্য করতে লগইন করুন