সবাইকে ফিরিয়ে দিয়েছি

লিখেছেন লিখেছেন সাইফুল ইসলাম গাজী ০৫ এপ্রিল, ২০১৫, ০৯:৫০:৫৩ সকাল

আমি অনেক বরষার বৃষ্টি ঝরায়ে তোমার দুয়ারে এসেছি

আমি অনেক ফুলের হাতছানি মাড়ায়ে তোমায় ভালবেসেছি

কত যে ফাগুন আগুন ঝরায়ে আমায় কাছে ডেকেছে

কতো যে শরৎ কোমলতা দিয়ে আমায় আপন করেছে

প্রভু আমি শুধু তোমারি খুশির জন্য

সবাইকে ফিরিয়ে দিয়েছি

জোছনার কতো রাত আমায় নিয়ে করেছে যে খেলা

কতো যে বসন্ত ফুলের বাসর দিয়ে জমায়েছে মেলা

কতো যে শুকতারা সুখ দিতে চেয়েছে

রাশি রাশি সম্পদ ভোগের জীবন দিতে চেয়েছে

প্রভু আমি শুধু তোমারি খুশির জন্য

শ্রাবণ বরণ করেছি

বিষয়: বিবিধ

১২৯৭ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

313048
০৫ এপ্রিল ২০১৫ দুপুর ০২:৩৪
গাজী সালাউদ্দিন লিখেছেন : বাহ! প্রভূর প্রতি ভালোবাসা কাব্যিক আকারে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। সত্যি মন ছুঁয়ে গেলো।

জাযাকাল্লাহু খাইর।
313067
০৫ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:৫১
সাইফুল ইসলাম গাজী লিখেছেন : অনেক ধন্যবাদ, গাজী সালাউদ্দিন Rose
313092
০৫ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:১৪
আবু জান্নাত লিখেছেন : চমৎকার কবিতা, ধন্যবাদ।
313098
০৫ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:৪৯
রাইয়ান লিখেছেন : এটা কি আপনার লেখা , ভাই ? কেন যেন মনে হচ্ছে এই ইসলামী গানটা আমি শুনেছি কোথাও। যদি তাই হয়ে থাকে তবে নিচে সেটি উল্লেখ করার দরকার ছিল। আর আমার ভুল হয়ে থাকলে আমি আন্তরিকভাবে দু:খিত।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File