সবাইকে ফিরিয়ে দিয়েছি
লিখেছেন লিখেছেন সাইফুল ইসলাম গাজী ০৫ এপ্রিল, ২০১৫, ০৯:৫০:৫৩ সকাল
আমি অনেক বরষার বৃষ্টি ঝরায়ে তোমার দুয়ারে এসেছি
আমি অনেক ফুলের হাতছানি মাড়ায়ে তোমায় ভালবেসেছি
কত যে ফাগুন আগুন ঝরায়ে আমায় কাছে ডেকেছে
কতো যে শরৎ কোমলতা দিয়ে আমায় আপন করেছে
প্রভু আমি শুধু তোমারি খুশির জন্য
সবাইকে ফিরিয়ে দিয়েছি
জোছনার কতো রাত আমায় নিয়ে করেছে যে খেলা
কতো যে বসন্ত ফুলের বাসর দিয়ে জমায়েছে মেলা
কতো যে শুকতারা সুখ দিতে চেয়েছে
রাশি রাশি সম্পদ ভোগের জীবন দিতে চেয়েছে
প্রভু আমি শুধু তোমারি খুশির জন্য
শ্রাবণ বরণ করেছি
বিষয়: বিবিধ
১২৯৭ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাযাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন