# প্রেম আজকাল

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৫ এপ্রিল, ২০১৫, ০৯:১৯:০৬ সকাল



কথায় কথায় ভালবাসি কেমন কথা হলো!

দেখি তোমার ফেইসবুকের পাসওয়ার্ডটা বল।

এই নাও খুলে দেখ কেবল তুমি তুমি তুমি

তোমার জন্য কেমন পাগল বুঝ এবার আমি!


বুঝলাম তুমি বড্ড পাগল জানার আছে বাকি

লিমিট কতো ক্রেডিট কার্ডের সেটা বল দেখি।

ক্রেডিট-তো নেই ডেবিড আছে দেখতে পার তবে

ব্যালেন্সটা যে জিরো আছে টাকা ভরতে হবে।


না না বাপু প্রেম হবেনা অন্য কোথাও দেখ

চারি-পাশটা খেয়াল করে প্রেমটা আগে শেখ।

দেখেছিতো অনেক কিছু শেখার নেইতো বাকি

ক্রেডিট কার্ডটা রাখিনা তাই ডেবিডটাও ফাঁকি।


গেলাম আমি সময় নষ্ট তোমায় সঙ্গ দিয়ে

আমারও তো শিক্ষা হলো প্রেমে পড়তে গিয়ে।

05.04.2015/04.30

বিষয়: বিবিধ

১০৮৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

313070
০৫ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:২৩
আবু জান্নাত লিখেছেন : ধন্যবাদ।
০৬ এপ্রিল ২০১৫ রাত ০২:৩৮
254194
বাকপ্রবাস লিখেছেন : ভাইযান ক্রেডিট কার্ডটা নাই তাই শুধুই ধন্যবাদ জানায়

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File