মানুষকে খুশি করতে বেশি কিছু করতে হয় না।অল্পতেই অনেকটা খুশি হতে পারে সমাজের মানুষগুলো।
লিখেছেন লিখেছেন সাইফুল ইসলাম গাজী ০৭ এপ্রিল, ২০১৫, ১০:২২:০১ সকাল
>>আপনার স্ত্রী সারাদিন আপনার জন্য
অনেক পরিশ্রম করে।তাকে খুশি করতে
বেশি কিছুর প্রয়োজন নেই।বাসায়
ফেরার পথে ৫ টাকা দিয়ে একটা
টকটকে লাল গোলাপ নিয়ে যান।
আপনার স্ত্রী ওই গোলাপটি পেয়েই
সবচেয়ে বেশি খুশি হবে।
.
>>আপনার বৃদ্ধা মাকে খুশি করতে
বেশি কিছু করতে হবে না।শুধু রাতে
গিয়ে বিছানার পাশে বসে
বলুন,মা,আপনার শরীর ঠিক আছে তো?
আপনার ওই মুখের কথাতেই আপনার বৃদ্ধা
মা অনেকটা খুশি হবেন।
.
>>যে বাবা আপনাকে অনেকটা আদর
দিয়ে বড় করেছেন,তাকে খুশি করতে
খুব কষ্ট করতে হবে না।শুধু সকালে বের
হওয়ার আগে আপনার বাবাকে একটা
সালাম দিন।আপনার বাবা কতটা খুশি
হবেন আপনি নিজের চোখেই দেখতে
পারবেন।
.
>>আপনার পরিবারের মানুষগুলোর
সাথে মিষ্টি স্বরে কথা বলুন।তারা
সবসময়ই খুশি থাকবে আপনার উপর।
.
>>কোন অচেনা মানুষ ঠিকানা
জানতে চাইলে সুন্দর ভাবে বুঝিয়ে
বলুন।ছোটখাট সাহায্য করুন।তাহলে ওই
লোকটি দেখবেন কতটা খুশি হয়!
.
>>কোন রিক্সাচালককে মাত্র পাঁচটি
টাকা বাড়িয়ে দিন।কতটা খুশি হবে
আপনাকে বোঝাতে পারব না।
.
>>কোন মুচির কাছে জুতা পালিস
করতে গেলে ভাই/চাচা বলে ডাকেন।
ওই মুচিই আপনাকে কিছুসময়ের জন্য হলেও
মনে রাখবে।
.
খুশি জিনিসটা আপেক্ষিক।কখনো
কখনো হাজার টাকা খরচ করেও
মানুষকে খুশি করা যায় না।আবার
কখনো শুধু ব্যাবহার,মনুষ্যত্ব দ্বারা
মানুষকে অনেকটা খুশি করা যায়।
আমাদের পরিবার,সমাজের মানুষগুলো
আমাদের কাছে ভালো ব্যাবহার
প্রত্যাশা করে।এটা করতে পারলেই
আমরা খুশি করতে পারব অনেক জনকে....
বিষয়: বিবিধ
১৪৫৯ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শিক্ষণীয় চমৎকার লিখাটির জন্য জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন