জামায়াত নিষিদ্ধে কার লাভ কার ক্ষতি হবে ? বরং মজলুমের পক্ষেই লাভের পাল্লা যাবে।

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৫ এপ্রিল, ২০১৫, ০৯:৫৭:২৬ সকাল



জালিম সরকাররা সবসময় মনে করে যে আমি যেহেতু ক্ষমতায় আছি তাই এমন সব আইন কানুন বানাবো যে আমাকে ক্ষমতা থেকে নামাতে আসবে সেই গুষ্টি এই আইনে ধরা পড়ে শাস্তির সন্মুখিন হবে। ক্ষমতার মোহে জালিমরা তখন ইতিহাস ভুলে যায় । তাই তাদের তৈরী কালাকানুনের ফাকে তারাই আটকা পড়ে নিজেদের অতিত ইহিহাস ঘৃনার অতল গহব্বরে নিক্ষেপ হয়।

মোয়াম্মার গাদ্দাফিতো আর কম সাহসি ছিলেননা , যেমন ছিল তার ধন দৌলত , অস্রের ভান্ডার তেমন ছিল তার আরব দেশের সমর্থন , কিন্তু জনরোষের সামনে তার সেই সাহসিকতা , অস্রের ব্যাবহার এবং আরব সমর্থন কোন কিছুই রক্ষা করতে পারেনি । ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে।

আজ যারা বাংলার শাষন ভার জোর করে নিয়ে দেশ চালাচ্ছে তারা ভাবতে পারে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করলে বুঝি তাদের জন্য ভাল হবে কিন্তু না তারা ইতিহাস থেকে শিক্ষা না নেওয়ার কারনে ইনশাআল্রাহ তাদের পরিনতি ইতিহাসের বাস্তবতার দিকেই ধাবিত হবে বলে বিশ্বাস করি ।

ইনশাআল্লাহ ।

আগামি সংসদে নাকি অবৈধ সরকারের অবৈধ আইন মন্ত্রী জামায়াতে ইসলামকে নিষিদ্ধের আইন পাশ করাবে।

বিষয়: বিবিধ

১০৯৪ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

313009
০৫ এপ্রিল ২০১৫ সকাল ১০:১০
হতভাগা লিখেছেন : ভাল খবর । যদি সত্যিই এরকম করা হয় তাহলে দেশ শাপমুক্ত হবে ।
০৫ এপ্রিল ২০১৫ সকাল ১০:১৪
254010
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : খবরটা সবার জন্য ভাল তবে শুধু মাত্র শয়তানের প্রেতাত্তারাই অট্রহাসী দিবে কারন ওরা মনে করবে যে আমাদের শয়তানি করতে আর কেউ বাধা দিবে না ।
=Happy
313010
০৫ এপ্রিল ২০১৫ সকাল ১০:১৩
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আপনাদেরও উচিত হারাম গণতন্ত্রকে ইসলামাইজেশন প্রক্রিয়া বাদ দেয়া। শুনতে খারাপ লাগলেও এটা ইসলাম নিয়ে মানুষের সাথে একধরণের প্রতারণাই বলা চলে।
০৫ এপ্রিল ২০১৫ সকাল ১০:১৯
254013
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : মানব কেন্দ্রিক গনতন্ত্র নয়
ইসলাম গনতন্ত্র প্রতিষ্টা করেছেন সেই সময় যখন দুনিয়াতে মানুসের অধিকার ছিল না জুলুম নির্যাতন ,লুন্টন হাইজাকারে এবং মানবরুপি ময়তানে ভরে গিয়েছিল সেই সমােজে ইসলাম গনতন্ত্র প্রতিষ্টা করেছিলেন নবী মোহাম্মদ সঃ
একমাত্র জামাযাতে ইসলামই সেই ধারার গনতন্ত্র কাযেম করতে চায়
ধন্যবাদ ভাই
০৫ এপ্রিল ২০১৫ সকাল ১০:৪৭
254022
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : ইসলাম কোন গণতন্ত্র প্রতিষ্ঠা করেনি, ইসলাম খেলাফত কায়েম করেছিল। রাসূল (সাঃ) প্রেসিডেন্ট ছিলেননা তিনি ছিলেন আল্লাহর নবী। খেলাফত মুসলিম ও অমুসলিমদের জীবন ধারণের প্রয়োজনীয় উপায় উপকরণ ও মৌলিক অধিকার নিশ্চিত করেছিল। সমাজে শান্তি প্রতিষ্ঠা করেছিল, সাম্যতা কায়েম করেছিল। সে খেলাফতের ধারাগুলো সমাজে কায়েম করেছিল, গণতন্ত্র না।
313021
০৫ এপ্রিল ২০১৫ সকাল ১১:০৫
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনার দৃষ্টিতে গনতন্ত্রের সংগা কি ?
রাসুর যেই খেলাফত কায়েম করেছিলেন সেই খেলাফতই ইসলামী গনতন্ত্র ভাই জান
০৫ এপ্রিল ২০১৫ রাত ১১:৪৩
254149
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আপনি এমন জায়গায় মন্তব্য করেছেন যেটার নটিফিকেশন আমি কখনোই পাবোনা। যাইহোক। আপনার প্রশ্নের উত্তর দিতে গেলে রীতিমত ২টা ব্লগপোস্ট হয়ে যাবে কারণ ব্যাখ্যাটা জটিল ও বড়।
আপনি আমার দৃষ্টিভঙ্গি জানতে চেয়েছেন গণতন্ত্রের ব্যাপারে। আমার মতে গণতন্ত্র হল খৃষ্টান ধর্মের বিকল্প হিসেবে তৈরী করা রাষ্ঠ্র কাঠামো। খৃষ্টান ধর্মপ্রদত্ত বা বাইবেলের আইনের বিপরীতে নতুন আইন ব্যাবস্হা গড়ে তোলার এক প্রক্রিয়া। যেখানে মানুষের উপর স্রষ্টার খবরদারি বন্ধ করা হয়েছে। শিক্ষাব্যাবস্হা, আইন সব কিছু থেকে ধর্মকে আলাদা করা হয়েছে এবং মানুষ তার নিজের নিয়ন্ত্রণ নিজে নিতে চায় তাই সেই সব ক্ষমতার উৎস, স্রষ্টা না। পুঁজিবাদ, সেকুলারিজম, জাতিয়তাবাদ গণতন্ত্রের ভিত্তি যার ৩টিই ইসলামে হারাম। ইসলামে গণতন্ত্র হারাম কারণ: আল্লাহর নিকট একমাত্র গ্রহনযোগ্য ব্যাবস্হা বা দ্বীন হল ইসলাম। আর সাহাবী, তাবেয়ী,তাবে-তাবেয়ী,পূর্ববর্তী আলেমরা কোন ইসলামি গণতন্ত্রের কথা বলেননি কাজেই এটিও খেলাফতই ইসলামী গণতন্ত্র এটি মনগড়া কথা যার পেছনে কারো সমর্থন নেই।
হে নবী! আল্লাহকে ভয় করুন এবং কাফির ও মুনাফিকদের আনুগত্য করবেননা। আল্লাহ তো সর্বজ্ঞ, প্রজ্ঞাময় (সূরা আহযাব:৩৩, আয়াত: ১)
কাজেই কাফিরদের হাতে গড়া গণতন্ত্র আমরা অনুসরণ করতে পারিনা।
313028
০৫ এপ্রিল ২০১৫ সকাল ১১:৩৫
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সহমত জাজাকাল্লাহু খাইর।
০৫ এপ্রিল ২০১৫ সকাল ১১:৪৩
254032
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ওয়ারাইকুম সালাম ভাই,
আল্লাহ আপনাকে জাজা দিক
আমিন
০৫ এপ্রিল ২০১৫ দুপুর ০২:২৫
254059
গাজী সালাউদ্দিন লিখেছেন : সন্ধাতা আমার বড় বোন, ভাই নয়!!!! @ আব্দুল মতিন মুন্সি
313044
০৫ এপ্রিল ২০১৫ দুপুর ০২:২৪
গাজী সালাউদ্দিন লিখেছেন : জামাত নামটাই কেবল নিষিদ্ধ করতে পারে, জনশক্তিতো থেকেই যাবে, সুতরাং কোরআন হাদিস দ্বারা প্রশিক্ষিত, রাসূলের আদর্শ দ্বারা উজ্জীবিত কাফেলা যেদিকে যাবে, সেদিকেই স্বাভাবিক কর্মকান্ড অব্যাহত রাখবে। সো, লা সমস্যা
০৫ এপ্রিল ২০১৫ দুপুর ০২:৩৫
254060
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : গাজী ভাই
ঠিক বলেছেন
গাজী ভাই আপনারা ভাই বোন এই ব্লগে আছেন মাশআল্লাহ
Good Luck Good Luck
০৫ এপ্রিল ২০১৫ দুপুর ০২:৪৫
254064
গাজী সালাউদ্দিন লিখেছেন : আরে ভাই!!!!!! না না না না! ঐ যে বলে না, আপনা থেকে পর ভালো, পর থেকে জঙ্গল ভালো! এই আর কি!

ভার্চুয়াল বড় বোন।
০৫ এপ্রিল ২০১৫ দুপুর ০২:৫২
254067
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ও আচ্ছা তা্ই নাকি
Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File