অসুস্থ :দোয়া চাই....

লিখেছেন লিখেছেন জোস্নালোকিত জ্যাস ১১ নভেম্বর, ২০১৪, ১১:৫২:৪৪ রাত

গত কয় দিন যাবত আমার অবস্হা ভাল ছিল না। আলহামদুলিল্লাহ এখন অনেকটাই সুস্থ আছি। অনেক খানি শুকাইও গেছি..... Big Grin Big Grin

সকালে একটা ভুল কইরা ফালাইচি জ্বরের ঠেলায়। এক ভাইয়ের বিয়ার ভুয়া ট্যাগ নিউজ পাইয়া তারে বিয়ার শুভেচ্ছা ও মোবারকবাদ জানাইচি, হেতের বিবিরে পর্যন্ত সালাম জানাইচি । অথচ তিনি নয় অন্যকারও কথা ছিল। পরে শুইনা তো হেপ্পি বোখা হুইলাম... :P পরে অবশ্য শুয়া শুয়া কিছুটা হলে কষ্টা মনের ভেতর ক্ষিন বিনোদিত হয়েছে.....

যাইহোক দাদাজান আমাকে দেখতে এসেছিল আজ বিকেলে । তেনার ছোঁয়া আমাকে যেন সদ্য জাগ্রত বিপ্লবী হিসেবে সারিয়ে তুললো। তেনার হাতের তালু যখন আমার কপালের উপর বসালেন, আমি ঘুমন্ত অবস্থা থেকে চেতন পেলাম। তেনার হাতের ভাজ আর নরম তালু আমার অনেক পরিচিতি। নিজের হাত টা ঠিক কেমন তাও সঠিক বলতে পারবোনা যতখানি নিখুঁত ভাবে বলতে পারবো তেনার হাতের কথা। আস্তে করে ডান হাত টা মুখের কাছে এনে চুমু দিলাম। চোখ তখনও বন্ধ...

চোখ খোলার সাথে সাথে আসসালামু আলাইকুম ভাই বলে আমার আগেই সালাম দিয়েছেন। দাদানাতির আমাদের একটা প্রতিযোগিতা চলে সালাম বিনিময়ের। আগেতো আমি আগে দিতে না পারলে সালাম নিয়ে আবার দৌড়ে আড়ালে যেতাম। ঘুরে এসে দিতাম। যাইহোক উঠতে পারছিলামনা বলে কাধ উল্টা দিকে দিয়ে ঘুরিয়ে আবার সালাম দিলাম। বোধ হচ্ছিল, ওরা সবাই হাসতেছিল আমার কান্ড দেখে....

অসুস্হাবস্হায় গত রাতে সাল মুড়িয়ে ও মাফকার পেঁচিয়ে মাহফিলে গিয়ে আরও ঠান্ডা যেন বুকে যেকে বসেছে। উত্তরাঞ্চল তো এখন শীতকুয়াশার চাদড়ে মোড়া কোন দ্বীপ। টুপ টুপ করে শিশিরজল পরতে শুরু করেছে। মাহফিলে অবশ্য হাজার হাজার মানুষের তাকবীরের ভেতর কোন শীতলতা অনুভূত হয়নি। তাছা ইবি মাওলানা রশীদি ভাইয়ের গরম বয়ান যেন সকল এনার্জি যুগাচ্ছিল।যাইহোক স্বরনকালের অন্যতম বয়ান ছিল এটা যাতে শতশত ভাই ইসলামী আন্দোলনে জুড়ার ওয়াদা করেছে। হক কথা শোনার জন্য মুখিয়ে ছিল জনতা, আর সেঈ চাহিদা যেন আল্লাহ শতভাগ বলিয়ে নিয়েছেন তার মাওলানা দ্বারা.....

আমার জন্য দোয়া করবেন...

বিষয়: বিবিধ

১২৪৫ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

283381
১১ নভেম্বর ২০১৪ রাত ১১:৫৯
আফরা লিখেছেন : আল্লাহ আপনাকে সুস্থ্যতা দান করুন ।
283415
১২ নভেম্বর ২০১৪ রাত ০২:০৮
লজিকাল ভাইছা লিখেছেন : আল্লাহ আপনাকে সুস্থ্যতা দান করুন। আমিন ।
283436
১২ নভেম্বর ২০১৪ রাত ০২:৫২
সুশীল লিখেছেন : আফরা লিখেছেন : আল্লাহ আপনাকে সুস্থ্যতা দান করুন ।
283448
১২ নভেম্বর ২০১৪ রাত ০৩:৩২

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 7238

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> রায়হান রহমান লিখেছেন : দোয়ায় কাজ হবে না, ভাল ডাক্তার দেখান।
283451
১২ নভেম্বর ২০১৪ রাত ০৪:০০
কাহাফ লিখেছেন :

শিফায়ে কামেলা মহান আল্লাহ আপনাকে দান করুন এই দোয়া করি! I Don't Want To See I Don't Want To See I Don't Want To See
283480
১২ নভেম্বর ২০১৪ সকাল ০৮:১৬
মামুন লিখেছেন : আল্লাহপাক আপনাকে সুস্থ করে তুলুন-আমীন। Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File