তথাকথিত মুফাসসির ও প্রকৃত ইসলাম....
লিখেছেন লিখেছেন জোস্নালোকিত জ্যাস ১২ ডিসেম্বর, ২০১৪, ১১:৩০:৪৬ সকাল
এক দরিদ্রের কয়েকটি সন্তান ছিল। লোকটা এতটাই দরিদ্র যে বাজারের ভাল কিছু কিনে আনতে পারেনা সন্তানদের জন্য। বাজারে মাঝে মাঝে বাজারে বড় বড় মাছ পিছ করে ভাগা ভাগা দিয়ে বিক্রি করা হয়। সেখান থেকে লোকটি কয়েকটি করে পিছ কিনে নিয়ে যেত বাড়িতে.....
সন্তানরা জিজ্ঞাস করতো, আব্বা এই পিছ পিছ গুলা কি? বাবা উত্তর দিত এগুলো মাছ। প্রায়ই সন্তানরা জিজ্ঞাস করে এভাবে আর সেই লোক প্রত্যেক বারই বলে এগুলো মাছ।গরিব মানুষের সন্তান, তাই সন্তান গুলো তেমন একটা ভালোমন্দ খাবার পেত না। সন্তান গুলো মাছ বলতে শুধু মাছের পিছ কেই বুঝতো ।যেহেতু তারা ওটাকেই মাছ বলে জেনেছে...
একদিন সন্তানদের নানা একটা আস্ত বড় মাছ নিয়ে হাজির। নাতিরা জিজ্ঞাস করে, নানা এটা কি? নানা বলে এটা মাছ। নাতিরা টিটকারি মার্কা অট্টহাসি দিতে লাগলো। আর বললো ও নানা আপনি আসলে জানেনই না মাছ কি ! আমরা খেয়েছি, আমরা জানি ! মাছ হয় পিছ পিছ। এত বড় নয়..!
নানা কয়, ও নাতিরা তোমরা মাছের পিছ এর নাম মাছ হিসেবে জানিস তাই সেটাকেই পূর্সাঙ্গ মাছে ভাবিস, তোরা তো জানিসনা যে এই লম্বা মাছের অংশ অই পিছ পিছ......
______________________________
আলোচ্য ঘটনাটি অবতরণ করার হেতু হচ্ছে আমাদের সমাজের দ্বীন প্রচারকের ভূমিকায় কিছু মানুষ আছে যারা ইসলাম কে শুধুমাত্র তাদের মত করে আংশিক প্রচার করে। মাছের মতোই ইসলামকে আমজনতার সামনে ইচ্ছেমত পিছ পিছ করে পরিবেশন করে। ধর্মের ব্যাপারে আমরা সবাই দূর্বল ও বিস্বাসী। আর সেই সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে অাযাইরা ভুজুংভাজুং বুঝিয়ে নিজের মনগড়া ব্যাখ্যা জনতার উপর চায়িয়ে দেয়। কেউ লেবাসের দিকে দিকে ঢোল পেটায় অন্তরের তাকওয়ার খেয়াল নাই। কেউ ইস্কের নাম যপে কিন্তু উম্মাহর রক্তঝরার খেয়াল নাই। কেউ বাবার নামে শিরক করে কেউ আমলের নামে বাতিলের তাবেদারি । সত্যিই মাঝেমাঝে মনে হয় মুসলমান নামে একটা গেম গেম শুরু হয়েছে...ধিক..!!!
এই জন্যেই বুঝি আল্লাহসুবহান্নাল্লাহ জ্ঞানী ও দায়িত্বশীলদের সবচেয়ে বেশী প্রশ্নবিদ্ধ করবেন। আল্লাহ সেই দিনকে কেন্দ্র করে সকলকে প্রস্তুত থাকার তৌফিক দিক। আংশিক নয় সম্পূর্ণ হক সহ দ্বীনকে প্রেজেন্ট করার তৌফিক দিক........
বিষয়: বিবিধ
১৫০৩ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন