ওদের জন্য রাতের বেলা হোটেল বরাদ্দ চাই !!! তবুও নোংরামী মুক্ত চাই

লিখেছেন লিখেছেন মুসা বিন মোস্তফা ১২ ডিসেম্বর, ২০১৪, ১১:১০:০১ সকাল

রাত ১০টার পরও হলের বাইরে থাকতে চান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা। বুধবার রাত সাড়ে ১১টায় ছাত্রী হলে রাত ১০টায় প্রবেশের নিয়ম বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে আলটিমেটামসহ নতুন কর্মসূচি ঘোষণা করেন প্রগতিশীল ছাত্রজোটের ব্যানারে অর্ধশতাধিক ছাত্রী।

সমাবেশে প্রতœতত্ত্ব বিভাগের ৪২তম ব্যাচের ছাত্রী কাব্য বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা মুরগি নয় যে, তাদেরকে রাত ১০টার মধ্যে শিয়ালের ভয়ে হলে ঢুকতে হবে। তারা মানুষের অধিকার নিয়েই বেঁচে থাকতে চায়।’

রাত ১০টার পর হলে প্রবেশ ও বাইরে যেতে নিষেধাজ্ঞা জারি করার প্রতিবাদে ছাত্রীরা এ কর্মসূচি পালন করেন। মিছিলে ‘এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন’, ‘হল কোনো খোঁয়াড় নয়, রাত ১০টার পর ঢুকতে হবে’ এমন সেøাগান দেয় ছাত্রীরা। ছাত্রীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রগতিশীল ছাত্রজোটের ব্যানারে বামপন্থী একাধিক সংগঠনের নেতাকর্মীদের উপস্থিত থাকতে দেখা যায়।

গত ১৪ নভেম্বর রাত সাড়ে ১২টার দিকে তিন ছাত্রী ও চার ছাত্র কেন্দ্রীয় খেলার মাঠে নেশায় আসক্ত হয়ে অনৈতিক কাজে লিপ্ত হয়।
সে সময় প্রীতিলতা হলের এক ছাত্রী অজ্ঞান হয়ে পড়লে ছাত্ররা তাকে হলে পৌঁছিয়ে দেন। বিষয়টি জানতে পেরে হল প্রশাসন তাৎক্ষণিকভাবে ওই ছাত্রীকে হল থেকে বের করে দেয়। এ ছাড়া রাতের বেলায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, নিরাপত্তাকর্মী, আনসারদের সমন্বয়ে একটি বাহিনী ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে একাধিকবার অভিযান চালিয়ে বহিরাগতসহ ক্যাম্পাসের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের আপত্তিকর অবস্থায় পায়। এরই পরিপ্রেক্ষিতে রোববার জাহানারা ইমাম হলের প্রভোস্ট অধ্যাপক ড. শ্যামল কুমার রায় স্বাক্ষরিত এক লিখিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনিক নিয়ম অনুযায়ী হলের গেট রাত ১০টায় বন্ধ করা হবে। গেট বন্ধ হয়ে গেলে কোনো শিক্ষার্থী হলের বাইরে যেতে পারবে না বা বাইরে থেকে ভেতরে প্রবেশ করবে না। একই সাথে শিক্ষার্থীদের শনাক্ত করার সুবিধার্থে প্রত্যেককে নিজ নিজ পরিচয়পত্র সাথে বহন করতে হবে।’

এসব বিষয়ে জানতে চেয়ে একাধিক অভিভাবকের সাথে যোগাযোগ করা হলে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, ছাত্রীদের আন্দোলন অযৌক্তিক। তারা জানান, রাত ১০টা নয় আরো আগেই ছাত্রী হলগুলো বন্ধ করে দেয়া উচিত।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রোভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক শাহেদুর রশিদ বলেন, ‘এ নিয়ম বিশ্ববিদ্যালয়ে নতুন নয়, এটা অনেক আগে থেকে প্রচলিত ছিল। সম্প্রতি কিছু অনাকাক্সিক্ষত ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশাসন এ সিদ্ধান্ত কার্যকরে আরো কঠোর হয়।

সরকারের কাছে আনুরোদ জাবি,ঢাবির স্টুডেন্টদের জন্য শুধু রাতের বেলা হোটেল বরাদ্দ দেন । যতো স্টুডেন্ট তার অর্ধেক কক্ষ সহ Yahoo! Fighter Yahoo! Fighter Yahoo! Fighter Yahoo! Fighter Yahoo! Fighter Yahoo! Fighter Yahoo! Fighter Yahoo! Fighter Yahoo! Fighter
I Don't Want To See I Don't Want To See I Don't Want To See I Don't Want To See Time Out Time Out Time Out Time Out

বিষয়: বিবিধ

১২৯৩ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

293624
১২ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:১৫
প্রবাসী মজুমদার লিখেছেন : হাহা। শিয়ালে মুরগীগুলোর স্বাধীনতার কথা বলে স্বপক্ষে আন্দোলন দেখে ভাল লাগছে। অভিভাবকদের ভূমিকাটা জোরালো না হলে এটি হয়তবা সম্ভব হবেনা। যারা আজ এ আন্দোলন করছে, তারাই আবার অনৈতিক কাজের দায়ে চট্রগ্রা বিশ্ববিদ্যালয়ের মত নিজের দেহ কাঠুরিয়া কাছে বিলিয়ে দেয়। এসব মুষ্টিমেয় উলঙ্গ মানসিকতার লোকেরাই যুগে যুগে সমাজকে নষ্ট করেছে।
১২ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:২১
237349
মুসা বিন মোস্তফা লিখেছেন : এদের কি করা উচিত ??????? Don't Tell Anyone Don't Tell Anyone
293656
১২ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কি মজা!!!!
ইউনিভার্সিটির হলে রাতে থাকার দরকার কি আর সারারাত মাঠে ঘাটে থেকে সকালেই তারা আসবেন!!!
১২ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:২২
237350
মুসা বিন মোস্তফা লিখেছেন : কথাটা মন্দ নয় । জাবি প্রশাসনকে আপনার সুপারিশ জানাবো
Smug Smug
293692
১২ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৪
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ভালো লাগলো অনেক ধন্যবাদ
১২ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:২২
237352
মুসা বিন মোস্তফা লিখেছেন : Love Struck Love Struck Love Struck
293708
১২ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:২৩
হতভাগা লিখেছেন :
''সমাবেশে প্রতœতত্ত্ব বিভাগের ৪২তম ব্যাচের ছাত্রী কাব্য বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা মুরগি নয় যে, তাদেরকে রাত ১০টার মধ্যে শিয়ালের ভয়ে হলে ঢুকতে হবে। তারা মানুষের অধিকার নিয়েই বেঁচে থাকতে চায়।’''


০ সাবাস কাব্য ! সাবাস জাহাঙ্গীর নগরের ছাত্রীরা !

এরা মানিকদেরকে খুজে খুজে অ্যাবটের মত বাউন্সার দিবে সামনে থেকে । রাতই হচ্ছে মানিকদের পাবার মোক্ষম সময় ।

জাহাঙ্গীরনগরে সচরাচর সহজ বোলার পাওয়া যায় বলে মানিকরা সেন্চুরীর পর সেন্চুরী হাঁকাবার ধান্ধায় থাকে ! এখন কাব্যের মত অ্যাবট মার্কা বোলাররা আসতেছে বোলিং করতে । মানিকেরা সাবধান ! স্পেশাল হেলমেট সহ , সব ধরনের গার্ড না পড়ে মাঠে নামলে হিউজের উদাহরণ তো সামনেই আছে ।

বারে বারে ঘুঘু (মানিক)তুমি খেয়ে যাও ধান (রানের পর রান)

এইবার ঘুঘু তোমার বাধিব পরান


জাগো নারী জাগো তব বন্হি শিখা
১২ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:২৩
237355
মুসা বিন মোস্তফা লিখেছেন : খ্যাক খ্যাক খ্যক !!!!!!!!! একি হুনাইলেন Tongue Tongue Tongue

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File