দেখতে যাবে রওজা নবীর..
লিখেছেন লিখেছেন প্রবাসী মজুমদার ১৭ ফেব্রুয়ারি, ২০১৪, ০১:১৭:১২ দুপুর
দেখতে যাবে রওজা নবীর, স্বর্গালোকের আস্তানা,
নেই ভেদাভেদ মানুষ মাঝে, ভক্ত পাগল মাস্তানা।
রওজা নয়তো নুরের রাজ্য, সিজদায় নত আওলীয়া
চোখের জলে সওদা করে ,নুর নবীর সব দেউলিয়া।
কেউবা জপে, কেউবা কাঁদে, কেউবা করে গভীর ধ্যান
কেউবা ব্যস্ত তাসবীহ গুনে, কেউবা পড়ছে আল-কোরান ।
নুরের মাঝে হুরের মেলা, চোখ জুড়ানো নুর মহল
নবীর দর্শণ পাবার আশে, অশ্রু ঝরায় ভক্ত দল।
দিনে রাতে দেখতে নবী, ভীড় লেগে যায় রওজাতে
নেই চোখে ঘুম সাঙ্গ সবি, নবীর প্রেমের সওগাতে।
ভেতর বাহীর জলসা বসে, দিনে রাতে হয়না শেষ,
হাজার দেখায় মন ভরেনা, কাটেনা যে প্রেমের রেশ।
নবীর প্র্রেমে পাথর গলে, পাষান কেদে বুক ভাসায়,
প্রভুর পাগল নীড় ছেয়ে যায়, মদীনার নবীর মায়ায়।
বিষয়: বিবিধ
১৫৪২ বার পঠিত, ৫২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আরব সাগর পাড়ি দিব নাই যে আমার তরী
পাখি নইতো উড়ে যাব ডানাতে ভর করি।
ইসলামী সংগীতটি আমি প্রায়ই শুনি।
ভালবাসি বলে এসেছি ফিরে,
এ যেন মোর অতি প্রিয় তাই
ফিরে এসেছি এই নীড়ে।
আবার আসিব ফিরে। সাহিত্য মায়া বড় নিদারুন। এর ভালবাসা বড় নিষ্ঠুর। আড্ডায় ফিরে আসার তাড়নায় দুরে থাকতে পারিনি।
ধন্যবাদ হাজিরা দিয়ে অনুভুতি প্রকাশ করে যাবার জন্য।
এই সবি হচ্ছে মহানবী (দ) এর মুজেজা, যতই দেখবেন ততই আরো দেখতে মন চায়বে, যতই কাদবেন যেন আরো কাদতে ইচ্ছে করবে, যতই চায়বেন যেন আরো চাইতে ইচ্ছে করবে, মদীনা হলো অপুরন্ত ভালবাসার ভান্ডার, দয়ার সাগর, সেখানে শেষ হবার নয়, তিনি একবার যার দিকে নজর দিয়ে দেখেছেন তিনি হয়েছেন ফকীর থেকে বাদশা নামদার, গোলাম থেকে মালিক, জালেম থেকে ওলী দরবেশ
সেই মহানবী (দ)কেই জানাই লাখো দরুদ আর সালাম
ভালো লাগলো অনেক ধন্যবাদ
শুভেচ্ছা সহ স্বাগতম। খুবই ভালো লাগল আপনার কবিতাটি। অনেক ধন্যবাদ।
লেখকঃ আবু তাহের মিসবাহ
বইঃ বায়তুল্লার মুসাফির
এটি একটি হৃদয়ের আলোড়নকারী বই।
কবিতাটা কিন্তু খুব সুন্দর হইছে
আমি এরকম অনেকের নাম লিখে দিতে পারি যারা বিয়ের গল্পে কোন পোষ্ট দেন নি। যারা ইচ্ছে করে এই গল্প লেখা প্রতিযোগিতায় কোন গল্প লিখেন নি তাদেরকে আগামির সব ধরনের প্রতিযোগিতা থেকে বয়কট করা হোক এটা আমাদের দাবি।
..তয় বিয়ে নিয়ে বিয়ের ইন্টারভিউ নামে একটি বই লিখলে ও আপনার প্রতিযোগীতায় না থাকার কারনে বয়কট হলেও রাজাকার হইনি বলে আত্মতৃপ্তিতে ভুগছি।
ধন্যবাদ
সত্যিই আপনার কবিতাটি আমার কাছে অসাধারণ মনে হচ্ছে।
কবি হে আজি উঠাও কলম
আগ্নেয়গীরির লাভায় লিখ ভাষা,
উত্তপ্ত উনুনে জ্বলা মানুষদের হয়ে
লিখ মিথ্যা সভ্যতার ভালবাসা।
তোমার কবিতাগুলো হে বন্ধু আমার কন্ঠে গান হয়ে ঝড়ে.... প্রতিক্ষায় ছিলাম এবার দেশে এলে পরামর্শ করে তোমার আরও কিছু কবিতা আমি কন্ঠ দেবো তারপর সিডি বানাবো । কিন্তু তুমি কথা দিয়ে কথা রাখোনি বন্ধু তুমি দেশে এসেও আমার সাথে দেখা করে গেলে না
ধন্যবাদ মনমাতানো মন্তব্যর জন্য।
ধন্যবাদ। খুব সুন্দর লিখেছেন।
আপনার আব্বার সৃতিচারণ পড়ে মন্তব্য করলাম। ভাল লাগার কথা রেখে এসেছি।
মন্তব্য করতে লগইন করুন