চুলকানী এবং ফোতনার আলোর সাংঘাতিকতার নমুনা।

লিখেছেন লিখেছেন গ্যাঞ্জাম খানের খোলা চিঠি ১৭ ফেব্রুয়ারি, ২০১৪, ০১:১৩:৫৮ দুপুর



ফেইসবুকে উপরের এই ছবিটি নিয়ে আলোচনা চলছিল বেশ ক'দিন, গতকাল দেখলাম ফোতনার আলো নিউজটি হাইলাইট করেছে,

(উল্লেখ্য যে বাংলাদেশে কোন কোন অঞ্চলে অবাঞ্চিত কাজে ব্যবহৃত কনডমকে ফোতনা বলা হয়। কেউ যদি ভেবে বসেন এই ফোতনা হচ্ছে সেই কনডম তাহলে আপনাদের মুখে টিয়াঁরা দেওনের সামর্থ আমার নেই)



একই নিউজ আজকে আরেকটি অনলাইন ঘাদানিক পত্রিকা 'পরিবর্তন' প্রকাশ করেছে।

সিরিয়ার আর-রাক্কা প্রদেশে একজন কিশোরীকে কথিত ফেইসবুক একাউন্ট ব্যবহারের শাস্তি হিসেবে ব্যাভিচারের হদ রজম অর্থাৎ পাথর ছুঁড়ে মৃত্যু প্রদান করা হয়েছে(!) মর্মে খবরে প্রকাশ করা হয়েছে।

এখন আসুন ঘটনার আসল রহস্য কোথায় একটু জানার চেষ্টা করি। আসল ঘটনা হচ্ছে ছবিটি নেয়া হয়েছে একটি আমেরিকান পারসিয়ান মুভি "দ্যা স্টোনিং অফ সোরায়া" থেকেঃ

নিচের লিংকে গেলে বিস্তারিত জানতে ও বুঝতে পারবেন।

উইকিপিয়ার এই লিংকে গেলে সিনেমাটির বিস্তারিত বর্ণনা পড়তে পারবেন।

আরো বিস্তারিত ও প্রামাণ্যচিত্র সহ কেউ দেখতে চাইলে নিচের লিংকে গিয়ে ইউটিব থেকে সরাসরি দেখতে পাবেন। তবে যারা কষ্টার্জিত পকেটের টাকা খরচ করে নেট ব্যবহার করছেন তাদের জন্য উইকিপিয়ার লিংকে গিয়ে শুধু বর্ণনাটি পড়ার পরামর্শ দেয়া হল। আসল গ্যাঞ্জাম দেখতে পাবেন ঠিক মুভিটির ১ ঘন্টা ২৭ মিনিট ৪৫ সেকেন্ড অতিবাহিত হওয়ার পর।

তাহলে এবার ঘুরে আসুন।

আামেরিকান মুভি দ্যা স্টোনিং অফ সোরায়া

কেউ যদি আমার এই পোস্ট পড়ে মতি আলোর পচ্ছাতে পছা আন্ডা ঢুকায়ে গ্যাঞ্জাম সৃষ্টি করতে চান তবে এর জন্য আমাকে দায়ী করা যাবে না।

সূত্রঃ আমিন বাইগ এর ফেবু স্ট্যাটাসের সহযোগিতায় কিছুটা পরিবর্তন ও পরিমার্জন করে গ্যাঞ্জাম সৃষ্টি করা হয়েছে।

বিষয়: বিবিধ

১৭৪৭ বার পঠিত, ২৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

178421
১৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৩১
বিন হারুন লিখেছেন : জঘন্যকণ্ঠের মতো মিথ্যালোকে ও বর্জন করুন.
১৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৫৭
131701
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : বর্জন করলে হবে না। ফোতানার আলোর ভিতর হিসু দেওনের শক্তি অর্জন করণ লাগবো।
178430
১৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৪৫
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : আলু এমনেই সস্তা হয়ে গেছে। এই পঁচাহালুরপোয়ালা এতো গ্যাঞ্জাম করে ক্যা? মুখে কিন্তু টিঁয়ারা দিতে পারিনি....
১৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৫৮
131702
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : এই পঁচালো তিইক্যা দুর্গন্ধ বাহির হইতাছে বেশুমার!মুখে টিঁয়ারা দেওনের দরকার নেই। পারলে আচাঁইছ্যা ভাইরগ্যা বাঁশ লইয়া ঝাড়শুদ্ধা মতিগাধা ও হেতের সাঙ্গাতদের পচ্চাতে ঢুকাইবার পারেন কিনা চেষ্টার উপর ট্রাই করেন।
178435
১৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:২৪
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : মতিউর রহমান মাহফুজ আনাম,
দুই জানোয়ার দুই হনুমান।
১৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:০২
131703
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন :
মতিগাধা মাহফুজ আনাম
দুই জানোয়ার দুই হনুমান।
গোটা জাতির একই অনুমান
নেই তাদের ইজ্জত সম্মান।
হেতের গো পচ্চাতে দিতে হবে গরম আন্ডা
হাতে নাও ডান্ডা, করে দাও একদম ঠান্ডা
178450
১৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:১২
শফিউর রহমান লিখেছেন : দোষ জঘন্যকণ্ঠ বা মিথ্যার আলোকে দিয়ে লাভ নাই। যারা গাঁটের পয়সা খরচ করে অথবা সময় ব্যয় করে সঠিক সংবাদ নয়, মিথ্যা রাসালাপ পড়তে পছন্দ করে তাদেরকে কি বলবেন?
১৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:১২
131861
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : তাগোরে কিছুই বইলবার দরকার নেই। হেতেরগো মাথার মগজ ল্যান্ডিয়ান পাউডার দিয়ে ধোলাই করা হইছে। হেরা অহন মদকে মধু বলে পান করে। ল্যান্ডিয়ানদের মুতকে হেরা দূধ ভেবে মাখন তৈরী খায়। হেতেগো কাছ থেকে তেত্রিশ কোটি মাইল দুরে থাইকবার চেষ্টার উপর ট্রাই কইরেন।
178476
১৭ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:১৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ইনাগো গুরপ এর ডেইলা মা তারা একবার তাদের স্পেশাল ম্যাগাজিন এর প্রচ্ছদে বাংলাদেশে এই ধরনের পাথর মারা ছবি দিয়েছিল। কিন্তু তাদের মডেল এর হাত থেকে ঘড়িটা খুলতে ভুলে গিয়েছিল। সেই সঙ্গে তাদের সাংবাদিক সেই মডেল এর পোষাক দেখেই বুঝা গিয়েছিল তিনি গ্রামের মেয়ে নন। ছবিটি তুলা হয়েছিল তাদের অফিসের ছাদে। এবার এতটা পরিশ্রম করাই লাগেনাই। ডাইরেক্ট কপি পেষ্ট।
১৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:১৮
131868
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ল্যান্ডিয়ান বলে কথা! ল্যান্ডিয়ান পা চাটা কুত্তাগুলার কামই তো এই রম। বাইতুল মোকারমের খতীবের পা ধরে ক্ষমা চাওয়ার পরেও তাদের বেইজ্জত নষ্ট হয় নাই। হেরা সব কামে বেইজ্জতীর যেন ঘাটতি না পারে হেরা হগল সময় কিআরফুল থাকে। ইজ্জতের ১৩ টা বাজলেও কুনোও সমস্যা নাই। হেতারগো ইজ্জতের ঘড়ির বেটারী ফিউজ হয়েছে জন্মের পর থেকেই।
178526
১৭ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫৩
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : পচা মগজ ,এত মিথ্যে রটাচ্ছিস কেন ?
১৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:২৪
131872
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আরে এই পরদেশী কয় কি? আমি মিথ্যা রটাইলাম? মাথায় কি গ্যাঞ্জাম সৃষ্টি হয়েছে? তলপেটের জিনিস কি মাথায় উন্নীত হইছে আপনের? মিথ্যা রটাইলো মতিগাধা আর ঘাদানিক। দোষারোপ কইরবার চাহেন গ্যাঞ্জাম খানকে?
বুঝা যাচ্ছে আপনে নিকাহরোগে আক্রান্ত হইছেন। তারাতারি দেশে আইসা কামডা সাইরা ফেলান।
১৮ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫২
132034
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : প্রিয় ব্লগার ভুলে মন্তব্য করেছি মুছে দিলে অত্যন্ত খুশি হব। ক্ষমা করবেন
178546
১৭ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:১৮
অচেনা প্রতিবিম্ব লিখেছেন : এই মুহূর্তে উচিৎ আলো মতিকে ডিম্ব থেরাপি দেয়া, নাহলে এদের শিক্ষা হবে না।
১৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:২৭
131874
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : হেতারে আন্ডা থিরাপী দিলে কুনো পায়দা হবে না। হেতারগো রক্তে ল্যান্ডিয়ানদের টবকাইণ্যা ফোডা ঢুকেছে। হেতাগো পচ্চাতে আচাঁইছ্যা ভাইরগ্যা বাঁশ থিরাপি দেওনের প্রস্তাব করা যাইতে পারে।
178549
১৭ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২১
সিকদারর লিখেছেন : মতি মিয়ার গালে গালে জুতা মারো........
১৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৩৫
131875
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : এইডা কোন কথা হইলো? আমি হক পয়সা দিয়ে জুতা সেন্ডেল খরিদ করেছি। টাকা পয়সা দিয়ে কেনা জুতা/সেন্ডেলডারে নাপাক কইরবার পারুম না। আপনে রাগ কইরেন না প্লিজ! আপনের জন্য আমি একটা ব্যবস্থা কইরবার পারছি। আমাগো পাড়ার পাবলিক টয়লেটে যাওনের লিগা একজোড়া পুরাতন পরিত্যক্ত চেড়া সেন্ডেল আছে। আপনে ওহান থেইক্যা এক্কান নিবার পারেন। কোন পয়সা লাগবে না। যত ইচ্ছা এই সেন্ডেল দিয়ে ল্যান্ডিয়ান ফোডা খানেওয়ালাদের পিডাইতে থাকেন।
১৮ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:০০
131892
সিকদারর লিখেছেন : ঠিক আছে মাগার আগে আপনার স্যান্ডেলর আনার লাইগা রিক্সা ভাড়াডা ফেক্সি কইরা পাডাইয়া দেন। আপনে মানুষটা ভালা সরল তাই সিএনজি ভাড়া খুজলাম না। বাস ভাড়া খুজলাম না যদি আপনার প্রেষ্টিজে লাগে।
১৮ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:১৬
131919
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আপনেরে কিডা কইছে আমি মানুষডা সরল, ভালা? আপনে তো দেহি আমার নামডাও ভাল করে দেহেননি!!! তয় এক্কাজ করেন- যান্ত্রিক গাড়ি সব বাদ দেন। টেংগাড়ি দিয়া শুরু কইরা দেন। আমার ঠিকানা কইয়া দিচ্ছি-
নাম গ্যাঞ্জাম খান
গ্রাম: উজোরনগর (শোর ন গইরগো)
ডাক: শোরনগর (ল চিল্লইও)
থানা: ন-ফেরফেরা (এখানে বেশী কথা ন হইয়ো)
জিলা: ঘুমনগর (এখানে আসলে ঘুম করে ফেলা হবে)
178591
১৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:১০
মাজহার১৩ লিখেছেন : তালে তালে।
মতি মিয়ার চামড়া, কুত্তা দিয়া ..
১৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৩৫
131877
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : এইডা কোন কথা হইলো? আমি হক পয়সা দিয়ে জুতা সেন্ডেল খরিদ করেছি। টাকা পয়সা দিয়ে কেনা জুতা/সেন্ডেলডারে নাপাক কইরবার পারুম না। আপনে রাগ কইরেন না প্লিজ! আপনের জন্য আমি একটা ব্যবস্থা কইরবার পারছি। আমাগো পাড়ার পাবলিক টয়লেটে যাওনের লিগা একজোড়া পুরাতন পরিত্যক্ত চেড়া সেন্ডেল আছে। আপনে ওহান থেইক্যা এক্কান নিবার পারেন। কোন পয়সা লাগবে না। যত ইচ্ছা এই সেন্ডেল দিয়ে ল্যান্ডিয়ান ফোডা খানেওয়ালাদের পিডাইতে থাকেন।
১০
178613
১৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৩৯
শেখের পোলা লিখেছেন : হাচাই গ্যাঞ্জাম লাগাইয়া দিলেন গা৷
১৮ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:১৯
131920
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : হ, হাচাই তো গ্যাঞ্জাম লাইগছে। তয় এইডা কি জাল সনদ নাকি নকল?
১১
189395
০৯ মার্চ ২০১৪ বিকাল ০৪:১৩
প্রবাসী মজুমদার লিখেছেন : যুক্তির বিপরীতে আপনার উপস্থাপিত প্রতিবাদ সতিই অতুলনীয়। মিথ্যুকদের জবাব দেয়ার জন্য এটাই যথেষ্ট।

সবচেয়ে বড় কথা হল আমার নিক নামটা দারুণ হয়েছে।
০৯ মার্চ ২০১৪ বিকাল ০৪:৫৬
140537
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : কোন কেতাবে পাইলেন আমার প্রতিবাদ অতুলনীয়? এরা মিথ্যুক না, এরা হচ্ছে ল্যান্ডিয়ান নেমক খাওয়া কৃতদাস। এরা লেজকাটা শিয়ালের শাগরেদ, বানরের বংশধর। এদের লাজ লজ্জা সব গঙ্গার জ্বল দিয়ে ধুইয়া মুইচ্ছা নিজের পচ্ছাতেই ঢুকিয়ে রেখেছে।
সবচেয়ে বড় কথা হল আমার নিক নামটা দারুণ হয়েছে।
ভাই আপনে নিজের নিকের নিজেই ডোল পিডান ক্যান? নিজের নাম নিয়ে এভাবে গ্যাঞ্জাম করা কি ঠিক?
০৯ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৪২
140587
প্রবাসী মজুমদার লিখেছেন : লিখতে চেয়েছিলাম আপনার নিকের কথা। কিন্তু ভূলে আমার হয়ে গেল। এটাই গ্যাঞ্জাম।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File