চুলকানী এবং ফোতনার আলোর সাংঘাতিকতার নমুনা।
লিখেছেন লিখেছেন গ্যাঞ্জাম খানের খোলা চিঠি ১৭ ফেব্রুয়ারি, ২০১৪, ০১:১৩:৫৮ দুপুর
ফেইসবুকে উপরের এই ছবিটি নিয়ে আলোচনা চলছিল বেশ ক'দিন, গতকাল দেখলাম ফোতনার আলো নিউজটি হাইলাইট করেছে,
(উল্লেখ্য যে বাংলাদেশে কোন কোন অঞ্চলে অবাঞ্চিত কাজে ব্যবহৃত কনডমকে ফোতনা বলা হয়। কেউ যদি ভেবে বসেন এই ফোতনা হচ্ছে সেই কনডম তাহলে আপনাদের মুখে টিয়াঁরা দেওনের সামর্থ আমার নেই)
একই নিউজ আজকে আরেকটি অনলাইন ঘাদানিক পত্রিকা 'পরিবর্তন' প্রকাশ করেছে।
সিরিয়ার আর-রাক্কা প্রদেশে একজন কিশোরীকে কথিত ফেইসবুক একাউন্ট ব্যবহারের শাস্তি হিসেবে ব্যাভিচারের হদ রজম অর্থাৎ পাথর ছুঁড়ে মৃত্যু প্রদান করা হয়েছে(!) মর্মে খবরে প্রকাশ করা হয়েছে।
এখন আসুন ঘটনার আসল রহস্য কোথায় একটু জানার চেষ্টা করি। আসল ঘটনা হচ্ছে ছবিটি নেয়া হয়েছে একটি আমেরিকান পারসিয়ান মুভি "দ্যা স্টোনিং অফ সোরায়া" থেকেঃ
নিচের লিংকে গেলে বিস্তারিত জানতে ও বুঝতে পারবেন।
উইকিপিয়ার এই লিংকে গেলে সিনেমাটির বিস্তারিত বর্ণনা পড়তে পারবেন।
আরো বিস্তারিত ও প্রামাণ্যচিত্র সহ কেউ দেখতে চাইলে নিচের লিংকে গিয়ে ইউটিব থেকে সরাসরি দেখতে পাবেন। তবে যারা কষ্টার্জিত পকেটের টাকা খরচ করে নেট ব্যবহার করছেন তাদের জন্য উইকিপিয়ার লিংকে গিয়ে শুধু বর্ণনাটি পড়ার পরামর্শ দেয়া হল। আসল গ্যাঞ্জাম দেখতে পাবেন ঠিক মুভিটির ১ ঘন্টা ২৭ মিনিট ৪৫ সেকেন্ড অতিবাহিত হওয়ার পর।
তাহলে এবার ঘুরে আসুন।
আামেরিকান মুভি দ্যা স্টোনিং অফ সোরায়া
কেউ যদি আমার এই পোস্ট পড়ে মতি আলোর পচ্ছাতে পছা আন্ডা ঢুকায়ে গ্যাঞ্জাম সৃষ্টি করতে চান তবে এর জন্য আমাকে দায়ী করা যাবে না।
সূত্রঃ আমিন বাইগ এর ফেবু স্ট্যাটাসের সহযোগিতায় কিছুটা পরিবর্তন ও পরিমার্জন করে গ্যাঞ্জাম সৃষ্টি করা হয়েছে।
বিষয়: বিবিধ
১৭৪৭ বার পঠিত, ২৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দুই জানোয়ার দুই হনুমান।
মতিগাধা মাহফুজ আনাম
দুই জানোয়ার দুই হনুমান।
গোটা জাতির একই অনুমান
নেই তাদের ইজ্জত সম্মান।
হেতের গো পচ্চাতে দিতে হবে গরম আন্ডা
হাতে নাও ডান্ডা, করে দাও একদম ঠান্ডা
বুঝা যাচ্ছে আপনে নিকাহরোগে আক্রান্ত হইছেন। তারাতারি দেশে আইসা কামডা সাইরা ফেলান।
নাম গ্যাঞ্জাম খান
গ্রাম: উজোরনগর (শোর ন গইরগো)
ডাক: শোরনগর (ল চিল্লইও)
থানা: ন-ফেরফেরা (এখানে বেশী কথা ন হইয়ো)
জিলা: ঘুমনগর (এখানে আসলে ঘুম করে ফেলা হবে)
মতি মিয়ার চামড়া, কুত্তা দিয়া ..
সবচেয়ে বড় কথা হল আমার নিক নামটা দারুণ হয়েছে।
সবচেয়ে বড় কথা হল আমার নিক নামটা দারুণ হয়েছে।
ভাই আপনে নিজের নিকের নিজেই ডোল পিডান ক্যান? নিজের নাম নিয়ে এভাবে গ্যাঞ্জাম করা কি ঠিক?
মন্তব্য করতে লগইন করুন