পাণ্ডুর এই ক্ষণে
লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ১৭ ফেব্রুয়ারি, ২০১৪, ০১:২৭:০৫ দুপুর
‘আমি পথে পথে ঘুরি
আমার নাই যে কোন ঠিকানা
আমার মনের মাঝে বসত কাহার
নিজেই জানি না...’
কয়েক দিন ধরে আমার মনটা মোটেও ভালো নাই! সবকিছু কেমন যেন অর্থহীন মনে হচ্ছে। ডাস্টবিনের পঁচা দূর্গন্ধ, কাকের কা কা, গাড়ির ভ্যাঁ ভুঁ আমাকে বিরক্ত করছে না। পথের ধারে দোকানের সাজানো ফুল আমাকে আনন্দ দিচ্ছে না কিংবা অদ্ভুদ কোন বিষয় আমাকে হাসাচ্ছে না। লোকাল বাসের অচেনা কোন উজ্জ্বল শ্যামলী আমার হৃদয়ে তোলপাড় তোলছে না, গোপন প্রেমগুলো সময়ে অসময়ে অন্তর তলে লুকোচুরি খেলছে না। মাথার ভিতর চলছে ভাবনার ঘুর্ণিপাক। স্থিরতা যেন ব্রেক ফেইল করে অস্থির করে তোলছে সব কিছু।
চারদিকে সবাই আছে, সব আছে তারপরও মনে হচ্ছে কেউ নাই, কি যেন নাই। তাবৎ নিঃসঙ্গতা যেন সর্বগ্রাসী হয়ে আমার ব্যস্ততাটুকু কেড়ে নিচ্ছে, আমাকে ঘিরে ধরছে। একা পেয়ে আমাকে উপহাস করছে, আমাকে হাঁপিয়ে তোলছে। এত ভালোবাসা-বাসি! এত গভীর মায়া-মমতা! সবকিছু কেমন যেন মিথ্যে, মূল্যহীন, অনর্থক মনে হচ্ছে। কিন্তু কেন? কেন মানুষের এমন লাগে? কেন এমন হয়? কেউ কি বলতে পারো?
মানুষ আশাহীন হয়ে গেলে? অথবা আশাকে প্রকাশের ভাষা খুঁজে না পেলে? নয়তো? আমি আজ সত্যি আমার আশাকে নয়, আশাহীনতা প্রকাশের ভাষাও হারিয়ে ফেলেছি! আমার সব ভাষা আজ অন্তর তলে ছন্দহীন। আমার রঙিন সবস্বপ্ন যেন কালো সাদার অন্তরালে ঢাকা পড়ে যাচ্ছে। কে যেন অদৃশ্য এক ইরেজার দিয়ে হৃদয়পটের সব রঙিন চিত্রগুলো মুছে দিচ্ছে। কেন? কেন মানুষের সাজানো স্বপ্নগুলো এভাবে মুছে যায়? মুছে দেয়?
দীর্ঘ প্রতিক্ষার পর যে নতুন কুঁড়িটি জন্ম নেয়, তার তো ফুল হয়ে ফোটার কথা, বাতাসে সুরভি ছড়ার কথা। কিন্তু কেন তা অকালে ঝরে যায়? সব কুঁড়ি যে ফুল হয়ে ফোটবে এমনও তো নয়। সব কুঁড়ি ফুল হয়ে ফোটলে দোষেরও তো কিছু নাই। মনের মাধুরি মিশিয়ে হৃদয়ের প্রচ্ছদে যে রঙিন স্বপ্নগুলো আঁকা হয়, তা তো প্রতীক্ষার সিড়ি বেয়ে বাস্তবে রূপ লাভ করার কথা। কেন তা অকারনে মিছে হয়? পুরনো দেওয়ালের মতো রঙ হারায়?
আমি আজ স্বপ্নহীন, দুঃস্বপ্নও নাই। আমি আজ আলোহীন, আঁধারও নাই। আমি আজ স্মৃতিহারা-নিঃস্ব। আমার কথাগুলো আজ অনুভূতিহীন। আমার গানগুলো আজ বেসূরা। একজন মানুষের এভাবে বেঁচে থাকা সত্যি দায়। আমি তবু বেঁচে আছি, জেগে আছি। আমি এখনো পথচলি -একটি সুন্দর আগামী, একটি স্বপ্নসমুজ্জ্বোল ভবিষ্যতের তরে। আমি এখনো কথা বলি -নিরবতা ভাঙ্গার তরে। আমি এখনো গান গাই -প্রাণচঞ্চলতা আনার তরে।
বিষয়: বিবিধ
১২৪৮ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এতটুকু একসাথে নিলে প্রশ্নটা গুরুত্বহীন হয়ে যায়। অবান্তর অনেক প্রশ্ন মানুষের মনে ঘুরপাক খায়- এটাও তেমন। আপনি যেমনটা বুঝছেন আর কি! ধন্যবাদ কমেন্টের জন্য
আমার নাই যে কোন ঠিকানা
আমার মনের মাঝে বসত কাহার
নিজেই জানি না...’
শুরুটা জটিল
ভালো লাগলো ধন্যবাদ
মাঝে মাঝে এরকম আমার ও হয়। আপনার মত মনে হয় সব কিছু।
তারপর ও জীবন চলছে , চালাতে হয়। আশাহত হই , তারপর আশা থাকতে হয়।
ধন্যবাদ আপনাকে।
ম
ৎ
কা
র
লে
খা।
নে
ক
ধ
ন্য
বা
দ
মন্তব্য করতে লগইন করুন