রাহমাতের তাজ

লিখেছেন লিখেছেন প্রবাসী মজুমদার ০৮ আগস্ট, ২০১৩, ০৬:২১:১৯ সন্ধ্যা

ঈদানন্দে আর নেচে উঠিনা আমি

কেবলি শূনি জনপদের আর্তনাদ,


গগনবিদারী আওয়াজে কাঁদে কেগো

আপোষহীন কন্ঠে বলছে -আহাদ! আহাদ।

তন্দ্রাচ্ছন্নতায় দেখি নীড় হারার ছবি

ভিখ মাঙ্গে বলে, দাও না দু'মুটো ভাত,


ক্ষুধার জ্বালায় আর সইতে পারিনাগো

কাটেনা যে আপোষের দু‍'সহ রাত।

স্বাধীন পতাকার নীচে শঙ্কায় আছি

ঐ যে! শুনছি এগিয়ে আসা বুটের শব্দ!


দুরুহ দুরুহ বুকে বলছি হিম্মত দাও প্রভূ

বিদ্রোহের দাবানলে করিতে চাই সব স্তব্ধ।

দুনিয়া ভোগে ভূলেছি তোমায়

পেতে চাই মদীনার সোনালী রাজ,


দ্বীন প্রতিষ্ঠায় শপে দিলাম নিজেকে

যদি পাই তোমার রাহমতের তাজ।

বিষয়: বিবিধ

২২৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File