সোনার বাংলাদেশ থেকে নতুন ধারার বাংলাদেশ
লিখেছেন লিখেছেন আবরার ০৮ আগস্ট, ২০১৩, ০৬:৫৪:২৮ সন্ধ্যা
বিগত ৪২ বছর শাসক দল বহুমুখী স্বপ্ন আর ঘুম পড়ানির গান শুনিয়েছেন । তবে সেই স্বপ্ন আর গান শুরু হয় নির্বাচনের মাত্র কয়েক মাস আগে । যত সব আকাশচুম্বী কল্প-কাহিনীর মত নানা রঙ্গে-ঢং -এ সুসজ্জিত থাকে দলের সেই সোনার হরিণ দেয়ার অংগীকারনামা । ক্ষমতায় গিয়ে সব ভুলে যান । ওয়াদার ফুল ঝুড়ি বন্দি থাকে লিফলেট , পোষ্টার এবং ইস্তিহারে । সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন ভঙ্গের ইতিহাস জানান দেয় অনেক কিছু । জম্ম দেয় অনিশ্চিত ভবিষ্যৎ । দৃষ্টি নন্দন শ্লোগানের থোতা মুখ ভোতা হয়ে যায় । তবুও স্বপ্ন দেখা বন্ধ হয় না ।
***** শেখ মুজিবুর রহমান দেখালেন '' সোনার বাংলা '' গড়ার স্বপ্ন । হয়নি বাস্তবায়ন সেই স্বপ্ন ।
***** শহীদ জিয়াউর রহমান চাইলেন '' স্বনির্ভর বাংলাদেশ '' । তাও হল না ।
*****কবি হোসাইন মোহাম্মদ এরশাদ স্বপ্ন দেখলেন '' নতুন বাংলাদেশ '' -এর । ব্যর্থ হল ।
*****বিএনপি নতুন আওয়াজ দিল '' গণতান্ত্রিক বাংলাদেশ '' হবে । হয়নি । '৯০-৯১ সাল ।
***** শেখ হাসিনার আওয়ামী লীগের '' ভোটের অধিকার প্রতিষ্ঠা > আমার ভোট আমি দিব , যাকে ইচ্ছা তাকে দিব '' এই শ্লোগান । বাস্তবায়ন হলো না । '৯৬-৯৭ সাল ।
**** এইবার বিএনপির শ্লোগান হল '' শাবাস বাংলাদেশ '' । খেলো বড় ধরনের ধাক্কা । শ্লোগানের কারাবাস । ২০০১ সাল ।
***** মইনুদ্দিন-ফখরুদ্দিন স্বপ্ন দেখলেন '' এখনই সময় '' । সব কিছুতে বাঁশ আর বাঁশ ।
***** শেখ হাসিনার স্বপ্ন '' দিন বদলের সনদ '' । সফলতা কোটি কোটি টাকা খরচ করে বিলবোর্ডের মাধ্যমে বুঝাতে হয় ।
***** সামনে আসছে বেগম খালেদা জিয়ার নতুন স্বপ্ন '' নতুন ধারার বাংলাদেশ '' ।
কেমন হবে নতুন ধারার বাংলাদেশ ?
------------------------------------------------------
স্বপ্ন দেখতে দেখতে আম জনতা এখন ত্যক্ত-বিরক্ত । রাজনীতিবীদদের উপর নাখোশ । আস্থা অনতে পারছে না । কথায় চিড়া ভিজে না । লোভনীয় শ্লোগানে পাবলিকের পেট ভরবে না ।পাবলিক এখন অনেক শেয়ানা । তাদেরকে ধোকা দিয়ে বোকা বানানো যাবে না । তারা আর শ্লোগান বিশ্বাস করে না । কাম চায় , খাদ্য , বস্র , বাসস্থান , শিক্ষা , চিকিৎসা , বিদ্যুৎ , পানি সহজভাবে পেতে চায় । পাবলিক দেখে ঘরে বিদ্যুৎ থাকেনা , রাস্তায় নিরাপদে চলতে পারে না , বাজারে গিয়ে চাহিদা মত কিনতে পারে না , অফিসে গেলে ঘুষ ছাড়া কাজ হয়না , থানায় গেলে টাকা ছাড়া মামলা নেয় না , মেয়ের বয়স হয়েছে বিয়ে দিতে পারে না , ছেলের লেখাপড়া শেষ কিন্তু চাকুরী পায় না , নিজ সন্তান নিরাপদে ঘরে ফিরবে সেই নিশ্চয়তা দেখে না । ম্যাডামের নিকট পাবলিকের এই স্বাভাবিক জীবনের গ্যারান্টি আছে কি ?
নতুন ধারা বাংলাদেশ চাইলে প্রথম নিজ দলে নতুন ধারার স্রোত সৃষ্টি করতে হবে ।
**** পারবেন কি একক কতৃত্ব- নেতৃত্বের মায়া ত্যাগ করতে ?
**** হবে কি দলের সকল পর্যায়ের সিলেকশন কমিটির পরিবর্তে ভোটের মাধ্যমে নির্বাচিত যোগ্যলোকের কমিটি ?
***** পরিবার তন্ত্রের অপবাদ হতে দলকে মুক্ত করতে পারবেন কি ?
***** দলের দুর্নীতি-সন্ত্রাসীদের সাইজ করে যোগ্য-মেধাবীদের মুল্যায়ন হবে কি ?
***** একটি ছায়া সরকারের সকল কর্ম পরিচালিত হবে কি ?
***** দলের জনশক্তিকে জনসেবক হিসাবে গড়ার ব্যবস্থা থাকবে কি ?
***** দলের ভিতর যথাযতভাবে গনতান্ত্রিক চর্চা চালু হবে তো ?
এমন মিলিয়ন প্রশ্নের সমাধানের উদ্যোগ নিয়ে দৃশ্যমান কিছু দেখালে পাবলিক '' নতুন ধারার বাংলাদেশ '' শ্লোগান স্বার্থক হতে পারে বলে বিশ্বাস করবে । নতুন ধারায় প্রতিহিংসার রাজনীতির কি হবে , অর্থনীতি , সংস্কৃতি প্রভৃতি বিষয় স্পষ্ট রুপরেখা যা হবে বাস্তবমুখী -আকাশচুম্বী নয় ----এমন কিছু জানতে চায় , বুঝতে চায় । পাবলিক আর শ্লোগান শুনতে চায় না ।
বিষয়: বিবিধ
১০৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন