৮১সালের ডাইরীর পাতা হতে ।। ভাল মানুষরা বোবা ।।
লিখেছেন লিখেছেন আবরার ২৭ জুলাই, ২০১৮, ০৮:২১:৩৬ সকাল
ভাল মানুষরা পরিশ্রান্ত
অসহ্য যন্ত্রনায় ভারাক্রান্ত তাদের হৃদয় ।
চারিপাশ ঘিরে আছে
কুফরির গতিবেগ,
বাতিলের আয়োজন ,
কালো সংকেত , পাপের স্তুপ ,
বিনাশের শেষ নিশান ,
তবু সৎ মানুষরা বিস্ময় ,বিমুঢ় , বড় ক্লান্ত ।
চোখের সামনে ভাসছে শকুনের পদচিহ্ন , প্রবঞ্চনার হাত ,
বেলেহাজ জিহ্বা , চাটুকারের উৎপাত ,
দুঃস্বপ্নের জালে বন্দী আত্মা নিভু নিভু ,
তবুও ভাল মানুষরা অসহায় বোবা ।
মাতালের উল্লাস কানফাটা আর্তনাদ ,
বিরক্তির অসহ্য দাবানলে জ্বলছে ,
বঞ্চিত দেহগুলি ক্ষতবিক্ষত নিদারুন যন্ত্রনায় ছটফট করছে ,
তবুও সেই ভাল মানুষগুলি নিশ্চুপ ।
বিষয়: বিবিধ
৮৮৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন