আওয়ামী লীগের নানামুখী কৌশল মোকাবিলায় বিএনপি-জামায়াত চরমভাবে ব্যর্থ ।
লিখেছেন লিখেছেন আবরার ২৫ জুলাই, ২০১৮, ০৯:৪৯:২৫ রাত
বিরোধী পক্ষের হাড়ির খবর নিতে আওয়ামী লীগের সময় লাগে না ।
বিএনপি-জামায়াত তাদের বারিন্দার খবর নিতে নিতে সবশেষ ।
*** আওয়ামী লীগের বাহন হলো > অল ওয়েদার ভেহিকল ।
***যার তাপধারণ ক্ষমতা মাইনাস শুণ্যের নীচে ৪০ ডিগ্রী সেলসিয়াস , উপরে ৪০ ডিগ্রী সেলসিয়াস ।
**** তাতে শীত-গ্রীষ্ম-বরষায় পথ চলতে কোন সমস্যা হয়না ।
**** এই যান পথে যা পায় তা দিয়ে জ্বালানীর চাহিদা পূরণ করে , নিজের ওজনের চেয়ে বেশী ভার বহনে সক্ষম ।
**** এর আলাদা হেলপার লাগে না , বরং যাত্রীদের খাবার পানির যোগান দেয় । **** তার ভিতরের বিভিন্ন উপাদানে তৈরী হয় জাদুকরী অস্র ।
পৃথিবীতে এমন অদ্ভুত ক্ষমতাধর বাহন ছিল একমাত্র তাতার--মোংগলদের হাতে । এই বাহনের নাম > মোংগল ঘোড়া । রুক্ষ মোংগলিয়ার বদমেজাজী এই শক্তিশালী বাহন ৬০ কিমি বেগে দৌড়াত ।
****তাদের এই ঘোড়াই ছিল প্রধান খাদ্য । গোশত , দুধ । সে দুধে তৈরী হতো এওয়ালকোহল , আইরাগ ।
**** প্রয়োজনে ঘোড়ার শিরা কেটে তারা রক্ত পান করত । তারা ছিল এক যাযাবর জাতি । এক বিশাল অসভ্য সমাজে বেড়ে উঠেছিল মোংগলরা ।
**** বর্বর নির্মম নিষ্ঠুর চেঙ্গিস খানের হাত ধরে মোংগলদের উথহান । সে তার বাহিনী নিয়ে নগরের পর নগর ধুলিস্মাত করেদিল । লক্ষ লক্ষ মুসলমান নর-নারী-শিশু নিরমমভাবে হত্যা করেছিল । অর্ধ দুনিয়া দখল করে নিল । নারী ধর্ষণ , জনপদ ধবংস , লুটপাট সহ সকল অপকর্ম করেছিল এই মোংগল বাহিনী । তার সাম্রাজ্য অতিক্রম করতে ১ বছর সময় লাগত । সময়ের ব্যবধানে তাদের সব নিশানা মুছে গেল । তারা শুধু এখন ইতিহাস ।
**** আওয়ামী লীগ মানি মোংগল জাতি নয় । কিন্তু মোংগলীয় চরিত্রের মিশিন তারা হাসিল করেছে । এই মিশিনের চাপায় পড়ে বিএনপি-জামায়াত চেরাবেরা হয়ে গেছে ।
***** একটি শক্তিশালী সরকারের মোকাবিলায় চলেছে প্রেস কনফারেন্স , বিবৃতি , রেশন দামে গণতন্ত্র ভিক্ষা , নিস্ফলা ভোট ভোট খেলা , ভারতের অনুকম্পা প্রার্থনা ।
**** জাতীয়তাবাদী শক্তি , ইসলামী শক্তি , আওয়ামী বিরোধী গোষ্ঠী , বিপুল ভারত বিরোধী জনগোষ্ঠীর ঐক্য এবং সম্মেলিত সিদ্ধান্ত গ্রহন ছাড়া আওয়ামী লীগের পরাজয় চাওয়া বেহুদা সময় নষ্ট ।
2
বিষয়: বিবিধ
৯৬৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন