ঈদ এসেছে

লিখেছেন লিখেছেন রামির ০৮ আগস্ট, ২০১৩, ০৬:১৭:৫০ সন্ধ্যা

এসেছে ঈদ গরীবের ঘরে

এসেছে ঈদ ক্ষুধিতের ঘরে

পীড়ীতের ঘরে এসেছে ঈদ

নির্যাতিত কাঁদিয়া ফিরিছে

অত্যাচারী ধরেছে জিদ।

আমরা জানিনা জানিনা কেউ

থামবে কবে রক্তের ঢেউ

শহীদের ঘরেও এসেছে ঈদ

কাঁদছে প্রিয়া কাঁদছে মা

ভাঙবে কবে আমাদের নিদ।

খোদার পথে চলছে যারা

খোদার দিকেই তাকিয়ে তারা

ফাঁসির মঞ্চেও এসেছে ঈদ

গুনছে দিন পরম স্বজন

বর্গীরা দেখ কাটছে সিঁদ।

কাঁদছে আকাশ কাঁদছে বাতাস

প্রাণের ভিতর কাঁদছে প্রাণ

শুভ্র আকাশে সরু চাঁদ কাঁদে

চারপাশে শুধু বিষাদের ঘ্রান।

তবুও ঈদ এসেছে আজ

উম্মত মোরা উদযাপিব

প্রভুর দেয়া খুশির দিন

তাঁর তরে আজ সঁপিব।

০৫.০৮.২০১৩

দুপুর ২.০০

বিষয়: বিবিধ

৯৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File