খসড়া প্রেম

লিখেছেন লিখেছেন সুজন কুতুবী ২৯ জুলাই, ২০১৬, ১১:০৫:৩৩ রাত



বালিকা তোমার কাজলে লিখো

প্রিয়জনের নাম,

আমি তোমাকে একটা দীর্ঘশ্বাস

উপহার দিলাম ।

তোমার করতলে শুয়ে আছে

পাহাড়তলি গ্রাম,

আমি তোমার নামে একটি

সাগর কিনে নিলাম।

ভালোবেসে সোনালি ভোর,

সরে আছো দূরে,

কী করে ভুলে থাকি আমি তোমার,

এই তেপান্তরে।

তুমি সুখী হও জীবনে,

ভুলে যাও সন্যাসী জীবন,

খুব করে হলে অভিশাপটুকু

শূন্যে দিও বিসর্জন ।

তোমাকে ভালোবেসে আমি,

শরাব পানে গেলাম,

আমি তোমার নামে একটি,

দীর্ঘশ্বাস ছুড়ে দিলাম।

তোমার বুকে কবর হয়ে শুয়ে আছে,

মৃত নদী,

তোমার বুকে ফিরে যেতে চাই,

ভালোবাসো যদি।

পথ খোলা নেই আর ফিরে যেতে,

সবুজ মাট,

নতুন প্রেমে পড়ে পুরাতনে,

দিয়েছো কপাট।

বিষয়: সাহিত্য

১১৬৮ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

375534
৩০ জুলাই ২০১৬ দুপুর ০১:২৫
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : "আমি তোমার নামে একটি
সাগর কিনে নিলাম।"
এত টাকা কই পাইছেন? আমি দুদককে খবর দিতেছি, মজা বুঝবেন।
375589
৩১ জুলাই ২০১৬ রাত ১২:১২
375603
৩১ জুলাই ২০১৬ সকাল ০৯:৪২
হতভাগা লিখেছেন :
"আমি তোমার নামে একটি
সাগর কিনে নিলাম।"


০ প্রেম করতে গেলে এবং তা টিকিয়ে রাখতে এরকম কিছু চাপাবাজি কথা বলতেই হয় কারণ প্রেমিকারা এসব ফুলানো কথায় খুব মজে যায় ।
375649
৩১ জুলাই ২০১৬ বিকাল ০৪:২৯
শেখের পোলা লিখেছেন : ভালো লাগল। অনেক ধন্যবাদ।
376451
১৮ আগস্ট ২০১৬ বিকাল ০৫:০১
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ভাল লাগলো। ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File