সেলফি রোগ....!✔✔✔আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ২৯ জুলাই, ২০১৬, ০৯:৫৫:৫৬ রাত
প্রজন্ম আক্রান্ত সেলফি রোগে
ফেসবুক তার সহযোগী সহায়ক,
আত্মীয়ের মৃত্যুতে শোকের জায়গায়
অট্টহাসিতে সুখের সেলফি লাগেযে অবাক।
কবর খুড়ার সময়েও তারা অট্টহাসিতে
হাসে, এতেও সেলফির বড় অবদান,
আগ্নিতে জ্বলন্ত শিশুটিরও সেলফি
উঠে সেলফিতে যেন পোড়া সুঃগ্রাণ!
মোটরসাইকেল দাড় করিয়ে সেলফি
উঠায় মাঝ রাস্তায় মাঠ বানিয়ে,
ট্রাক এসে আদর দিলে
চারদিকে হইহই রইরই দিলো কাঁদিয়ে।
রেল লাইনে সেলফি নিতে তরুণ
মনের আশা তরতাজা।
রেল এসে আদর দিয়ে বানিয়ে
দিলো লাশ যেন বেগুন ভাজা।
চায়ের দোকানে বসে চা পান
সেলফি না দিলে কি করে হয়?
খোলা মাঠে প্রাকৃতিক প্রয়োজন-
সারতেও মোবাইলে সেলফির আয়োজন!!!
বিয়ের আয়োজনের সেলফিও চলে যায়
ফেসবুকে নেই লোক লজ্জা,
সেলফির জন্য পরিবারও হয় মডেলিং
কতযে হয় দেখি আলোক সজ্জা।
বিষয়: বিবিধ
১৩২৬ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যখন সেলফিস্টিক ছিল না
মন্তব্য করতে লগইন করুন