সেলফি রোগ....!✔✔✔আব্দুর রহিম

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ২৯ জুলাই, ২০১৬, ০৯:৫৫:৫৬ রাত



প্রজন্ম আক্রান্ত সেলফি রোগে

ফেসবুক তার সহযোগী সহায়ক,

আত্মীয়ের মৃত্যুতে শোকের জায়গায়

অট্টহাসিতে সুখের সেলফি লাগেযে অবাক।

Winking

কবর খুড়ার সময়েও তারা অট্টহাসিতে

হাসে, এতেও সেলফির বড় অবদান,

আগ্নিতে জ্বলন্ত শিশুটিরও সেলফি

উঠে সেলফিতে যেন পোড়া সুঃগ্রাণ!

Winking

মোটরসাইকেল দাড় করিয়ে সেলফি

উঠায় মাঝ রাস্তায় মাঠ বানিয়ে,

ট্রাক এসে আদর দিলে

চারদিকে হইহই রইরই দিলো কাঁদিয়ে।

Winking

রেল লাইনে সেলফি নিতে তরুণ

মনের আশা তরতাজা।

রেল এসে আদর দিয়ে বানিয়ে

দিলো লাশ যেন বেগুন ভাজা।

Winking

চায়ের দোকানে বসে চা পান

সেলফি না দিলে কি করে হয়?

খোলা মাঠে প্রাকৃতিক প্রয়োজন-

সারতেও মোবাইলে সেলফির আয়োজন!!!

Winking

বিয়ের আয়োজনের সেলফিও চলে যায়

ফেসবুকে নেই লোক লজ্জা,

সেলফির জন্য পরিবারও হয় মডেলিং

কতযে হয় দেখি আলোক সজ্জা।

বিষয়: বিবিধ

১৩২৬ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

375505
২৯ জুলাই ২০১৬ রাত ১০:০৪
আফরা লিখেছেন : ঠিকই বলেছেন সেলফি রোগ এমনি একটা রোগ এ রোগে, ছেলে থেকে বুড়ো সবাই আক্রান্ত হচ্ছে ।
৩১ জুলাই ২০১৬ বিকাল ০৪:২০
311460
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : হ্যাঁ তাই....
375511
৩০ জুলাই ২০১৬ রাত ১২:১৮
কুয়েত থেকে লিখেছেন : দোকানে বসে চা পান সেলফি না দিলে কি করে হয়? ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ
৩১ জুলাই ২০১৬ বিকাল ০৪:২০
311461
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
375543
৩০ জুলাই ২০১৬ দুপুর ০৩:৫৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সেলফি- হেল ফ্রি!!
৩১ জুলাই ২০১৬ বিকাল ০৪:২০
311462
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : Crying
375570
৩০ জুলাই ২০১৬ রাত ০৮:০০
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : ভালো লাগলো
৩১ জুলাই ২০১৬ বিকাল ০৪:২০
311463
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ।
375646
৩১ জুলাই ২০১৬ বিকাল ০৪:২১
হতভাগা লিখেছেন :


যখন সেলফিস্টিক ছিল না
৩১ জুলাই ২০১৬ রাত ১১:২৩
311485
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনি বরাবরই হতভাগা!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File