সৎকার।
লিখেছেন লিখেছেন সুজন কুতুবী ০১ আগস্ট, ২০১৬, ০১:৫৩:৩০ রাত
এক ঢিবি মাংস,
কাঁধে করে নিয়ে যাচ্ছে চারজন ঘাতক ।
যারা মৃত নগরীকে শুনায়,
বিষাদের সাঁনাই ।
চারজনের একজন বললো,
দেখ, শাদা জামা পরনে ছিল,
হয়ে গেল আকাশ,
ভাগ্যের এ কী নির্মম পরিহাস ।
একজন বলল,
দেখ পেছনে আছে ক্লান্ত নগরী ।
মাংসের পায়ে পরানো হল বেড়ি ।
মাংসের স্তুপ,
করে আছে চুপ ।
তৃতীয়জন বলল,
দেখ ভাইসব,
চারদিকে এ কী কলরব !
স্নানের রক্ত পড়ছে গড়িয়ে,
কী করে যাই ?
পা দিয়ে মাড়িয়ে ।
শেষজন বলল,
দেখ, সামনে কত গোর !
কোথা যে রাখি,
সিক্ত আঁখি ।
মাংসের স্তুপ,
এবারেও রইল চুপ।
বিষয়: বিবিধ
১০৯৪ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন