মুক্তি বলি কাকে?

লিখেছেন লিখেছেন সুজন কুতুবী ০৪ জুলাই, ২০১৬, ০৫:০৫:০৩ বিকাল



ওয়ান নাইন সেভেন্টি ওয়ান টু

টু জিরো সিক্সটিন

ক্যালেন্ডারের পাতায় ব্রেক করুন।

টেনে হিছড়ে নিয়ে আসুন,

স্যার আলবার্ট আইনস্টাইন

দিমেত্রি মেন্ডেলিফ, পিথাগোরাস।

নৈশব্দ পৃথিবী কোকিলের চোখে

অন্ধকার মানুষের পথে

চোখ রাখুন বিবেকের মনিটরে।

এখনো মানুষ অনাহারে ঘুমায়,

এখনো মানুষ উদোম গায়ে রয়,

কমরেড, আমি মুক্তি বলি

কাকে????

কমরেড, আমি অন্তরে মুসলিম

চেতনায় বাঙালি,

মনুষ্যত্বে বিশ্বাসী।

কমরেড, অস্বীকার করতে পারো,

আমার পিতা আদম ( আঃ)?

আমার পিতা ঈব্রাহিম ( আঃ)?

আমার পিতা বঙ্গবন্ধু????

এখানে শৃঙ্খলার নামে তৈরি করা হয়েছে

পুলিশ,

সার্বভৌমত্বের নামে দেয়া হয়েছে

অস্ত্র,

প্রতি মাসে দ্বিগুণ দেয়া হয় মাইনে।

অথচ, তারা কাঙালের বুকে চালায় ছুরি।

মানুষের কাছে ঠেকেছে চোর,

সন্ত্রাসী করে দিন দুপুর।

এখানে জঙ্গি আটক হয়,

জঙ্গি ছেড়ে দেয়া হয়,

রমজানে ব্যবসা হয়।

এখানে যতো না মসজিদ

তার দ্বিগুণ মাজার।

যতো না আছে মাজার

তার দ্বিগুণ আছে বাবা।

এখানে যতো না হিন্দু

তার দ্বিগুন মন্দির।

পথে ঘুমায় অভুক্ত ফকির।

কমরেড, এখনো অভুক্ত আছে ক্ষুধায় পীড়িত,

অভুক্ত আমার জননী মংসা।

কমরেড আমি বিশ্বাসে আস্তিক,

আমি অবিশ্বাসে নাস্তিক।

আমি বুকে লালন করি বাঙালিয়ানা,

মৃত্যু স্মরণ করে বুকে জড়িয়েছি

শামিয়ানা।

ষোল কোটি মানুষের বুকে

কে আস্তিক, কে নাস্তিক?

কে অরাজনৈতিক পশু,

কে রাজনৈতিক সাপ?

যার বিবেক পিতাকে করেনি মাফ!

ভুলে যেতে হবে শোকতাপ,

ভুলে যেতে হবে এলোম্যাপ।

আমি কর্মস্থলে যাই,

কাজ করে খাই।

সন্ধ্যায় ফিরি ঘর,

প্রহরী এই দুটি কর।

সুখের জলে স্নান করি,

দুঃখের জলে ভাসি।

আমারও ক্ষুধার যন্ত্রণা হয় বেদনায় লাগে

আঘাত।

আমি সূর্যের আগে মসজিদে যাই,

প্রভুকে দিই সিজদা।

ভুলের ক্ষমা চাই অবিরাম

আমি স্নানের আগে নদীকে করি প্রনাম।

যদি চাপাতির তলে জাগে পিপাসা,

যদি কোরয়ানের মিছিলে না কাঁপে হাত,

বুলেট বর্ষনে আমি হই পুরুষ।

যদি ধর্ষনে আমার না জাগে হুশ,

তবে কি বলবে আমার

যত দোষ ঐ নন্দগোষ।

ষোল কোটি মানুষের দেশে

আছে নানা ধর্মের, নানা গোত্রের

আছে শ্রমিক, যুবার

মন্ত্রী, পাইক, পেয়াদা

কেউবা ক্ষেতে চালায় লাঙল

কেউবা আবার দু'টাকার পাগল।

সবকিছু সত্য কমরেড

এ আমার দেশ, এ আমার মাতৃভুমি।

সিরিয়ার বুকে মানুষ অনাহারে মরে

তবুও তারা ছয় ওয়াক্ত নামাজ পড়ে

তাদের জন্যে আমার দুঃখ হয়

প্রতিদিন একসন্ধ্যা জানাযা অতিরিক্ত

রয়।

তাদের কষ্টে যদি আমি না পাই দুঃখ

মংসার ক্ষুধায় যদি আমার না লাগে ক্ষুধা

চাপাতির তলে যদি চলে যায় আমার ভাই,

এ নিয়ে যদি আমি সঙ্গম আনন্দ পাই

আমার প্রশ্ন জাগে, আমি মানুষতো,,,,,,,?????

কমরেড, আমরা চেয়েছিলাম একটি

অসাম্প্রদায়িক দেশ

তাই বলে অধর্ম নয়

আমরা চেয়েছিলাম একটি স্বাধীন দেশ

তাই বলে প্রতিবেশির গোলামী নয়।

আমরা চেয়েছিলাম মানুষের পাশে

দাড়াতে,

আমরা চেয়েছিলাম মানুষের কথা

শুনতে

তারা কেড়ে নিলো আমাদের কান

তারা এটেঁ দিলো আমাদের চোখ

তারা

বুঝতে দিলোনা মানবতা কী

তারা বুঝতে

দিলোনা চাপোষা মানুষের অনুভুতি কী।

আমার প্রশ্ন জাগে কমরেড, আমি

মানুষতো,,,,,?????

বিষয়: সাহিত্য

১২৭৯ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

373947
০৪ জুলাই ২০১৬ বিকাল ০৫:৪৭
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আমার ব্লগ বাগানে আপনাকে সুস্বাগতম। অনেক ধন্যবাদ।
373960
০৪ জুলাই ২০১৬ রাত ১১:১০
শেখের পোলা লিখেছেন : চমৎকার।
374040
০৬ জুলাই ২০১৬ রাত ১২:১৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মুক্তি নাই!!!
374470
১২ জুলাই ২০১৬ সন্ধ্যা ০৭:৩৯
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আপনার কবিতাটা অসাধারণ হয়েছে, তবে আমার পিতা বঙ্গবন্ধু নন। উপমহাদেশে যদি কাউকে জাতীর পিতা বলতে হয়, তবে পাকিস্তানের সৃষ্টা কায়েদে আজমকে বলতে হবে। পাকিস্তান না হলে বাংলাদেশ হতো না। ধন্যবাদ আপনাকে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File