ইডিপাস
লিখেছেন লিখেছেন সুজন কুতুবী ২২ অক্টোবর, ২০১৬, ০১:০১:৩৩ দুপুর
আমি ধন্য আমি মানুষ
আমার দুঃখ - মানুষ হতে পারিনি
পান করে নিয়তির রস
আমি পরিব্রাজক
ইডিপাস আমি তোমার দলে
তুমি পাপি নও
মুলত পাপ বলতে কিছু নেই
চলো ভালোবাসি থিবস
মাটি আর বায়ু
ভালোবাসি মদ আর চোখ থেকে ঝরেপড়া শোকের রক্ত
হে মহামান্য সভ্যতা তাদের কী দোষ যারা খুন করেছে স্ফিংকস
মুক্তি দিয়েছে খরা আর জীর্ণতা
তারা পাপী নয় যারা করেছে পাপ
তাদের কোন দোষ নেই-যারা হয়েছে দোষী
সত্য সে চিরন্তন,
অমিল মত-পার্থক্য আর দেবালয়ে
পাপ নেই দোষে
পাপ আছে অযুক্তি আর ঘৃণায়
পাপী নও তুমি
পাপ আছে সফোক্লিস আর রচনায়... ... ...
বিষয়: সাহিত্য
১১২৩ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন