সোনামুখী
লিখেছেন লিখেছেন সুজন কুতুবী ১৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:৩৪:৪৬ রাত
কত পরিচয় পেয়েছি তোমার
কতই সোনামুখ আঃ
এসেছে ফাগুন মনেতে আগুন
কীভাবে যে ভুলবো তা
প্রেমের দুয়ারে তুমি ফুলপরি
সোহাগে সোহাগীমন
আমাকে করেছো প্রেমিক পুরুষ
তোমার হৃদয়ে পণ
যত দূরে যাই তোমার চিন্তা
তুমি আছো সদা পাশে
তোমাকে যে খুজে পাই সবসময়
আমার প্রতিটি শ্বাসে
তুমি সোনামুখী বাগানের ফুল
হাজার তারার মেলা
তুমিহীন একা থাকতে পারিনা
প্রাণ পড়ন্ত বেলা
বিষয়: সাহিত্য
১০৭২ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন