কুতুবমিনার

লিখেছেন লিখেছেন সুজন কুতুবী ৩১ অক্টোবর, ২০১৬, ০৩:১০:০৬ দুপুর

চারদিকে এত কান্নার রোল কেন

আজ এ কীসের আওয়াজ

বিধবার আত্মচিৎকার

পুত্র হারানো পিতার শোক

ডুবে যাচ্ছে অস্তগামী নদী

উৎসব আর মাইক্রোফোনের নীরবতা

আমরা কখনো মরবো না

তাই আমাদের উচিত মৃত্যুকে দৈনিক স্মরণ করা

প্রথমবার স্মরণ করো মৃত্যু

দ্বিতীয়বার স্মরণ করো মৃত্যু

এবং শেষবার স্মরণ করো মৃত্যুকে

আমি দেখেছি যখন আমি জন্ম নিইনি

আমাদের প্রাচীন নাট্যশালাগুলো

তিন অক্ষরে লিখে রাখে মোহ

এক অক্ষর লুকিয়ে পান করে

নারীর বিনিময়ে কেনা অপবিত্র শরবত

পনেরশত বছর পূর্বে লিখে রেখেছিলাম

আমার অনিশ্চিত মৃত্যু -- আমার ভবিষ্যৎ

আপনারা যারা দেয়ালে লিখে রাখেন

ঈশ্বরের পবিত্রতা, চোখ বন্ধ করে ঘোষনা করেন ট্রয় নগরী ধবংসের ইতিহাস

আপনারা যারা রপ্ত করেছেন

হালাকু খানের যুদ্ধ কৌশল

আপনারা যারা আবিষ্কার করেছেন অপবিত্রা হিন্দার কূট-কৌশল

আমার দুঃখ হয়--কোনদিকে যাচ্ছি

বিশ্বব্যাংক আর রক্তের সঙ্গমে কিনেছি

আমাদের অনিশ্চিত মৃত্যু

স্বাধীনতার চাদরে কিনেছি

তনু, মিতা, খদিজা এমনকি আমাদের

পাঁচ বছরের ফুল পূজার ধর্ষণের নিউজ

আসুন মানবতার মুক্তির দূত

সমস্বরে পান করি মৃত্যু

আসুন শান্তির বৌদ্ধ

আলিঙ্গন করি মৃত্যু

আমরা আপনাদেরকে দেয়ালে টাঙিয়ে রেখে

পাঁচবার পূজা করি

এবং জীবহত্যা মহাপাপ বলে

মানুষের রক্তে অযু করি

স্বাধীনতার চাদর সরালে ভেসে উঠে

রক্তাক্ত আটাশে অক্টোবর

আমাদের এসব অর্জনগুলো ভুলে থাকতে

ফুলদানিতে সাজিয়ে রাখি জলসা-রানি

আমরা একদিকে মানুষ

অন্যদিকেও আমরা মানুষ হই

আমরা একদিকে অসাম্প্রদায়িক

অনাদিকেও সাম্প্রদায়িক বাবরি মসজিদ মুছে দিয়ে

অসাম্প্রদায়িক থাকি---

গো-হত্যা মহাপাপ বলে

কোরবানির জন্য বিক্রি করে দিচ্ছি আমাদের মা'কে

বিশ্বব্যাংকের উপরের তলায়

নির্মাণ করছি সুউচ্চ কুতুবমিনার... ... ...

বিষয়: সাহিত্য

১০৯০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File