লাশের নদী

লিখেছেন লিখেছেন সুজন কুতুবী ১৪ জুলাই, ২০১৬, ০১:৩৮:৫৯ রাত



অতঃপর আমার খুনিরা মেতে উঠলো

উল্লাসে,

আমাকে নিয়ে গেলো এক হেমন্তের

সন্ধানী চোখে।

আমি উৎসর্গ হলাম ঈশ্বরের নামে ।

আমার প্রেমিকা, যাকে আমি ভালোবাসি

পরিনত হলেন গনিমতে।

আমার খুনিরা কেউ কেউ এখন জেলে,

আর আমি ঢের বেঁচে আছি

বলি হওয়া জনসমুদ্রে।

এনিয়ে কবিরা লিখলো কবিতা,

সাংবাদিক নেচে উঠলো

টেলিভিশন চ্যানেল।

ক্ষমতার স্বাধীনতা পেলাম

মতপ্রকাশের পরাধীনতায়।

এই কথাটির বিক্রিয়া বিশ্লেষণে

দেশসেরা ইঞ্জিনিয়ারিং কলেজ

প্রেমিক কবি নির্মলেন্দু গুণের কবিতা।

কার বুকে শুয়ে আছে সক্রেটিসের দর্শন?

কার নামে পাঠ করি সত্য কথন?

আমি খুন হওয়ার পর

নগরীতে চলেছে মিষ্টিমুখ।

কার হৃদয়ে বিধেছে

বিধবার যৌণসুখ?

এসো পৃথিবী শুয়ে পড়ি

শ্রাবনের কালো মেঘে।

তোমাকে গ্রহন করতে

এসেছে স্বর্গের হুর।

আমাকে নিয়ে হও উদাস,

তাবৎ পৃথিবী হয় যদি তূর।

বিষয়: সাহিত্য

১১৩৮ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

374647
১৫ জুলাই ২০১৬ রাত ০১:০৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File