ফিরে যাব আমরা....! ✔✔✔ আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১৪ জুলাই, ২০১৬, ০১:৩৮:২২ রাত
খোলা থাকে মনের চোখ
সে ঘটে যাওয়া ঘটনা দেখে,
মনের সেই অদৃশ্য কলম
ব্রেইনের খাতায় লিখে।
রক্তের প্রবাহমান গতি
পথ তৈরিতে থাকে অভ্যস্ত,
দাতের মাড়ি অপরের নিন্দা, ঘৃণা
ছিবিয়ে খেতে ব্যাস্ত।
গায়ের চামড়া গুলো
খেছুনি দিয়ে উঠে তিব্র ব্যাথায়,
চামড়া গুলো সীতলতার জন্য
খুঁজে বেড়ায় ন্যায়!
মাথার চুল গুলো নিজের
থেকে এক এক করে ঝরে পড়ে,
হিসাবের খাতায় প্রতিজনের
বয়স, ঘুমে নির্ঘুমে বাড়ে।
কানের পর্দায় আওয়াজ
কম আসে সময়ের তির্তে!
ফিরে যাব আমরা চিরচারিত
নিয়মে সেই সে কবরের বিত্তে।
বিষয়: বিবিধ
৯৬৮ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন