" আমার-ই-থাক "
লিখেছেন লিখেছেন দুর দিগন্তে ২৯ জুলাই, ২০১৬, ১১:১৩:৩২ রাত
-
তোমার ভাল তুমিই ভেবো,
আমার চিন্তা আমার-ই থাক l
আমার পাঁয়ে বিধলে কাঁটা,
তোমার কদম এগিয়ে যাক ll
-
তোমার উঠোন রোদ্রে ভাসুক,
আমার আকাশ মেঘলা থাক l
আমার বরাত ঝড় বয়ে যাক,
তোমার নিদান রক্ষা পাক ll
-
তোমার মলয় ফল্গুধারায়,
আমার প্রসূন ফুটতে থাক l
আমার কপোল শ্রাবণ খরায়,
তোমার হাসি টুটতে থাক ll
-
মোশাররফ.
২৭.০৭.১৬
বিষয়: বিবিধ
৯৯১ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন