কবিতাঃ তোমার মৃতদেহ / শঙ্কর দেবনাথ

লিখেছেন লিখেছেন শঙ্কর দেবনাথ ১৮ ডিসেম্বর, ২০১৪, ০৯:৪১:১১ সকাল

এক পশলা বৃষ্টি এবং

একটুখানি হাওয়া,

তার মধ্যেই হঠাৎ তোমার

আসা এবং যাওয়া।

আগুন জ্বলে গাঁয়ের গায়ে

সবুজ পুড়ে খাঁ খাঁ,

আচমকা জল ছলাৎ ছলাৎ

দুইচোখে প্রেম মাখায়।

তোমার আসা, তোমার যাওয়া

মধ্যিখানে রাতের,

নগ্নদেহ বিশাল খাটে

শরীর খেলায় মাতে।

মুক্ত ঘরে হঠাৎ এসে

খিল এঁটে দেয় কে ও?

ঝুলের মতো ঝুলেই থাকে

তোমার মৃতদেহ।

বিষয়: সাহিত্য

১১০৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File