বিজয় দিবসের অনুষ্ঠানে ভারতের পতাকার রং এবং ডিজাইনের শাড়ি কিসের লক্ষণ ?
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ১৮ ডিসেম্বর, ২০১৪, ০৯:৪২:০৭ সকাল
ভারতীয় পতাকাই গায়ে জড়াতে হবে কেন ? কিসের লক্ষণ ?
বাংলাদেশ নামক রাষ্ট্র কি তাহলে ভারতীয় পতাকার অধীনে ?
বাংলাদেশের বিজয় দিবসের আলোচনা অনুষ্ঠানে
ভারতের পতাকার রংএবং ডিজাইনের শাড়ি পরে শেখ হাসিনা
বক্তব্য দিচ্ছেন। কয়েকটি দৈনিক পত্রিকায় প্রকাশিত ছবি।
বিজয় দিবস উপলক্ষে ১৭ ডিসেম্বর ২০১৪ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আওয়ামী লীগের আলোচনা সভায় শেখ হাসিনার এই ছবি গুলো।
বিষয়: বিবিধ
২৪৬২৫ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
৭ মার্চের ভাষণের শেষে জয় পাকিস্তান।
স্বাধীনতার ঘোষণা দিলে আমাকে রাষ্ট্র দ্রোহ মামলার আসামী করা হবে।
২৫ মার্চ রাতে পাকিস্তানে চলে গেলেন।
মুক্তিযোদ্ধ চলাকালীন সময়ে ১৫০০ পাকিস্তানি রুপি রেশন।
সজীব জয়ের জন্ম পাকিস্তানি সেনা তত্বাবদানে।
১৯৭১ সালে পাকিস্তানি সরকারের দেয়া সকল সুযোগ সুবিধা নিয়ে আনন্দে ছিলেন।
http://www.bdmonitor.net/blog/blogdetail/detail/2601/muhon/58945#.VJJcfSvF-Lk
সুত্র - বাম নেতা আহমেদ ছফা র বই , আহমেদ মুসার আদালতের কাঠগড়ায় আওয়ামিলীগ , সেক্টর কমান্ডার মেজর এম এ জলিলের অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা , আমার ফাসি চাই , একাত্তর ভেতরে বাহিরে , তাজ উদ্দিন আহমেদ নেতা ও পিতা।
আমি বুজিনা বাঙ্গালীদের সেই ৭১রের সাহস কোথায় গেল যে আজ এমন করুন ভাগ্য বড়ন করতে হচ্ছে বাঙ্গালীদের?
“সাবাস বাংলার নেত্রী
বাংলাদেশ ভারত হওয়ার
আর কতা দেরি”
বাংলাদেশ ভারত হওয়ার
আর কতা দেরি” --- চেতনার বানিজ্য দেখে মনে হচ্ছে আহারে ভারতের প্রদেশ
বিজয় দিবসে নিজের দেশে দাড়িয়ে ভারতের পতাকার শাড়ি পরে হাসিনা আসল মুক্তিযোদ্ধা আর স্বাধীনতা কে চরম অপমান করেছে, তিনি কি বোঝাতে চেয়েছেন ? আমাদের এই বিজয় ভারতের দানে পাওয়া ? তাই বিজয়ের দিনে পতাকা গাঁয়ে জড়িয়ে স্বাধীনতাকে হাসিনা উৎযাপন করলেন ।
মন্তব্য করতে লগইন করুন