প্রার্থনা
লিখেছেন লিখেছেন শঙ্কর দেবনাথ ২২ আগস্ট, ২০১৮, ০৮:২৮:৪৩ সকাল
বাঁশবাগানের গর্তে নিজের
লুকিয়ে রেখে মুখকে-
ভামবেড়ালে দুঃখে-
রাত্রিদেবীর নাম জপে আর
জানায় মনের আর্তি-
দিন মুছে মা সারাটি ক্ষণ
রাতটা দিতে পারতি।
তাহলে বেশ ভালোই হতো
কালোয় আলো ঢাকতো-
পেতাম অঢেল ফাঁক তো-
যখন তখন শিকার ধরে
উদর হতো পুর্তি-
থাকতো সদাই হৃদয়ভরা
নিদয় খুশি-ফুর্তি।
চতুর্দিকে রবির আলোর
উজল জ্যোতি-ধর্মে
বাঁধ সাধে সব কর্মে।
তাই বলি মা রাত্রিদেবী
দেশ আঁধারে ভর গো,
দিনের জীবের দীনদশা হোক-
নিশাচরের স্বর্গ।
বিষয়: সাহিত্য
৬৮৩ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন